ফের নদীয়ার নবদ্বীপে রাতের আধারে অবৈধ ভাবে জলাশয় ভরাট করার অভিযোগ


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নদীয়ার নবদ্বীপে যেন কোনো মতেই বন্ধ হচ্ছে না অবৈধ ভাবে জলাশয় বোঝানোর কাজ । নবদ্বীপ শহরে একাধিক জায়গায় আগে দেখা যেত জলাশয় । অভিযোগ কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর ধরে সেই সব জলাশয়গুলি বন্ধ করে দেওয়া হচ্ছে প্রশাসনের নজর এরিয়ে । আসলেও কি সত্যিই প্রশাসনের নজর এরিয়ে কাজ চলছে ? নাকি প্রশাসন সব জেনেও চুপ চাপ বসে থাকছে? উঠছে এমন একাধিক প্রশ্ন। আমরা এর আগেও অনেকবার খবর করেছি সাধারণ মানুষের কাছে , প্রশাসনের কাছে তুলে ধরেছি এই অভিযোগের কথা। কিন্তু সমস্যার কোনো সুরাহা মিলছে না সাধারণ মানুষের । এবারে জলাশয় ভরাট করার অভিযোগ নবদ্বীপ শহরের ১৮ নং ওয়ার্ডের এলানিয়া শিবতলার পচা পুটি পুকুর এলাকায়। স্থানীয় মানুষের বক্তব্য পাশে এই জলাশয় থাকায় পার্শ্ববর্তী এলাকার জল ড্রেনের মাধ্যমে ঐ পুকুরে পরে একটু রেহায় পাওয়া গেলেও বেশি বৃষ্টি হলেই জলের জন্য ছাড়তে হয় বারি ঘর ।  কিন্তু এখন এই জলাশয় যদি বন্ধ হয়ে যায় তবে সামান্য বৃষ্টিতেই উঠে যেতে হবে ঘর বাড়ি ছেড়ে । স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি । যদিও আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তিনি নিজে এই বালি সহ ট্রাক্টর আটকেছেন এবং পরবর্তীতে যাতে এই জলাশয় বন্ধ না হয় তা দেখবেন । অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা সিদ্ধার্থ নষ্করের অভিযোগ নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর নিচ থেকে বালি কেটে সেই বালি দিয়ে শাসক দলের মদতে শহরের জলাশয় বন্ধ হচ্ছে । বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর সেই বালি কাটা বন্ধ হয়ে গেলেও আবার শাসকদলের চাপে বালি মাফিয়ারা গঙ্গার নিচের বালি কেটে জলাশয় বন্ধ করতে বাধ্য হচ্ছে । সব মিলিয়ে সদ্য হেরিটেজ সিটি স্বীকৃতি পাওয়া চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের দীর্ঘ দিনের সমস্যা সামান্য বৃষ্টি হলে শহরের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পরে। দীর্ঘ কয়েক দশক পর শাসকের রং বদলালেও বদলায়নি নবদ্বীপ শহরের বৃষ্টি হলে জল জন্ত্রণা। সেখানে নবদ্বীপ শহরের একের পর এক এভাবে জলাশয় বন্ধ হলে আগামী দিনে আদৌ কি এই জল জন্ত্রণা থেকে মুক্তি পাবে শহর বাসী ! সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!

Gopal Biswas, Nadia-: In Nabadwip of Nadia, there is no stopping the illegal construction of water bodies. Water bodies were earlier seen at several places in The City of Nabadwip. Complaints but now those water bodies are being closed down for several years without the attention of the administration. Is it really the administration’s attention? Or is the administration keeping quiet despite knowing everything? Many such questions arise. We have reported many times before to the general public and raised this complaint with the administration. But there is no solution to the problem of ordinary people. This time there are allegations of filling up of water bodies in the decomposed puti pond area of Elania Shivtala in ward number 18 of Nabadwip city. According to the local people, due to this water body, the water of the surrounding area is found in the pond through the drain, but if it rains more, the bari house has to be left for water.  But now if this water body is closed, then you will have to leave the house in a little rain. No work was done to inform the local council. However, when we contacted the local councillor, he said that he himself has stuck the tractor with this sand and will see to it that the water body is not closed later. On the other hand, local BJP leader Siddharth Naskar alleged that the water bodies of the city are being closed with the help of the ruling party by cutting sand from under the Gaurang bridge in Nabadwip. After the news in various media, the sand cutting has stopped, but under the pressure of the ruling regime, the sand mafia is being forced to cut the sand under the Ganga and close the water bodies. All in all, chaitanya bhumi, which has just been recognized as heritage city, is the long-standing problem of Nabadwip city when it rains a little, many parts of the city get submerged in water. After a long few decades, the color of the ruler changed, but it did not change when it rained in the city of Nabadwip. If the water bodies of Nabadwip city are closed one after the other, will the people of the city get rid of this water in the coming days! That’s the million dollar question now!

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights