ইউনিটি মালঞ্চ-র নতুন পূর্ণাঙ্গ প্রযোজনা “বাক্স বদল”এক কথায় দারুন মজার নাটক


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি নৈহাটির ঐকতান মঞ্চে মঞ্চস্থ হলো ইউনিট মালঞ্চর নতুন নাটক “বাক্স বদল”। গল্প–বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । চিত্রনাট্য–সত্যজিৎ রায় । চিত্রনাট্য থেকে নাটক–সৌম্যেন্দু ঘোষ । ত্র্যহস্পর্শে ইউনিটি মালঞ্চ-র বাক্স বদলের মঞ্চায়ণ বক্স অফিস হিট । এমন একটি মিষ্টি প্রেমের গল্পের নাট্য নির্মাণের কৃতিত্ব দক্ষ এবং পারদর্শী নাট্য নির্দেশক দেবাশিস সরকারের। নাট্য রচনা ও নিমার্ণে “মায়ার খেলা”-কে প্রাধান্য দেওয়ায় অঙ্কিতা দত্ত যেন লুফে নিয়েছেন ‘ক্যাচ’। তার নৃত্যভঙ্গি,মুদ্রা, অভিব্যক্তি, চোখের খেলা এবং চরিত্রাভিনয় আমাদের মুগ্ধ করেছে । মোহিত করেছেন বাবলু চৌধুরী ও পার্থ বন্দ্যোপাধ্যায় । তাদের অভিনয় ইউনিটি মালঞ্চ-র সম্পদ। উত্তরসূরি হিসেবে সাগ্নিক সরকারও বেশ প্রাণবন্ত । নিত্যানন্দ পাল, অরূপ পাল, সুদীপ্ত দাম, রূপা মজুমদার ,মমতা দত্ত, শ্যামলী বিশ্বাস , জিতা নাথ ও প্রসেনজিৎ তলাপাত্র প্রমুখ প্রতিটি অভিনেতা ও অভিনেত্রী নিজ নিজ চরিত্রের প্রতি যত্নশীল । ছোট ছোট চরিত্রগুলিও প্রাণশক্তিতে ভরপুর । মঞ্চসজ্জা ,আলো ,সঙ্গীত, আবহ , রূপসজ্জা প্রতিটি বিভাগে যাঁরা কাজ করেছেন তাঁরা পেশাদারি দক্ষতার পরিচয় দিয়েছেন । ইউনিটি মালঞ্চ-র “বাক্স বদল “নতুন স্বাদের অভিনবত্ব । ধন্যবাদ ইউনিটি মালঞ্চ-কে।

Indrajit Aich: Unit Maloya’s new play “Box Badal” was recently staged on the ektan stage in Naihati. The story – Bibhutibhushan Banerjee. Screenplay – Satyajit Ray. From the screenplay to the play – Soumendu Ghosh. Ekta Maloy’s box change of boxes is a box office hit. The credit for creating the theatrical of such a sweet love story is that of skilled and adept theatre director Debashis Sarkar. Ankita Dutta seems to have taken the ‘catch’ as she has given priority to “Mayar Khela” in theatrical writing and making. Her dance moves, coins, expressions, eye play and character have impressed us. It has been captivated by Bablu Chowdhury and Partha Banerjee. Their performance is an asset to Unity Maloya. The Sagnik government as a successor is also quite vibrant. Every actor and actress like Nityananda Pal, Arup Pal, Sudip Dam, Roopa Majumdar, Mamta Dutta, Shyamali Biswas, Jeeta Nath and Prasenjit Talapatra and others care for their respective characters. The smaller characters are also full of vitality. Those who have worked in every department of stage, lighting, music, atmosphere, decoration have shown professional skills. Unity Maloya’s “Box Change” is the novelty of the new taste. Thank you to Unity Maloya.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights