কলকাতায় মহরমের আগমনে কারবালার স্মরণে সম্প্রীতির বার্তা


কলকাতা : মহরম উল হারাম ১৪৪৪ এর আগমনে কারবালার স্মরণে সম্প্রীতির বার্তা দিয়ে জাতি – ধর্ম – বর্ণ নির্বিশেষে আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩১ জুলাই রবিবার রফি আহমেদ কিদওয়াই রোড কলকাতায় একটি সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব সৈয়দ মিনহাজ হোসেন আল – হুসেইন বলেন হজরত মোহাম্মদ সাঃ-এর অতি প্রিয় পবিত্র আয়লেবায়েত নাওয়াশায়ে রাসুল, শহিদে আজম হজরত ইমাম হোসেন (আঃ) দিন ইসলাম ও সমগ্র মানবতা রক্ষার্তে ৬১পরিবার সহ হিজরীর মহরম উল হারাম মাসে কারবালার প্রান্তরে তপ্ত মরুতে জান্নাতের সরদার, শাহাদাতের জাম পান করেন ( আজরে কুম মিনাল্লাহ্ ) । কারবালার স্মরণে সাবিলে এমাম হোসেন (আঃ) ১০ দিন ধরে আয়োজন করা হবে। শরবত পাক ও খিচড়া পাক বিতরণের মাধ্যমে । ১লা আগস্ট মহরম আনুষ্ঠানিক ভাবে পালিত হয় । উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের মহারাজ সত্যপ্রিয়ানন্দ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ তোফিমুল ইসলাম, বাসুবাটি দরবার শরীফ । মৌলানা সৈয়দ ইমরান । সালাউদ্দিন পারভেজ, প্রাক্তন সহ কমিশনার ওব্ পুলিশ লালবাজার। সৈয়দ সাহেদ আলী আল – কাদেরী । এডভোকেট আতাউল মুস্তাফা । সেখ আনোয়ার নদিয়া। প্রতেকেই মর্মান্তিক রক্তাক্ত কারবালায় ইমামের মহত ত্যাগ ও কুরবানির ঘটনা তুলে ধরেন মারর্শিয়ার ও বক্তোব্যের মাধ্যমে । সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কামরান হোসেন । মোইন আক্তার । মহঃ নাসিম । পবিত্র মজলিসে যেসকল ব্যক্তি অংশগ্রহণ ও সহযোগিতা করেন তাদের সকলের জন্য দোওয়া ও প্রার্থনা করা হয় ।

Kolkata: With a message of harmony in memory of Karbala on the arrival of Muharram-ul-Haram 1444, a meeting was held on Sunday, July 31 by the Disha Social Welfare Foundation of The Light, irrespective of caste, creed and colour, at Rafi Ahmed Kidwai Road Kolkata. Mr. Syed Minhaj Hossain Al-Hussein, the founding editor, said that the most beloved holy holy Aylebayet Nawashay Rasul of Hazrat Mohammad Sa’ah, Shahide Azam Hazrat Imam Hussain (a.s.) day along with 61 families in order to protect Islam and the whole of humanity, in the month of Muharram ul Haram of Hijri, in the hot desert of Karbala in the month of Muharram ul Haram of Hijri, the Sardar of Paradise, drinks the jam of the martyrdom (Azre Qum Minallah). In memory of Karbala, Sabile Emam Hossain (a.s.) will be organized for 10 days. Through the distribution of sharbat pak and khichra pak. Muharram is officially celebrated on August 1. Maharaja Satyapriyananda of Gobardanga Sri Ramakrishna Sarada Sevashram was the chief guest at the meeting. Pirzada Syed Tofimul Islam, Basubati Darbar Sharif were present as special guests. Maulana Syed Imran. Salahuddin Parvez, former deputy commissioner of police ob lalbazar. Syed Saheed Ali al-Qaderi. Advocate Ataul Mustafa. Sekh Anwar Nadia. Each one narrated the incident of the Imam’s sacrifice and sacrifice in the tragically bloody Karbala through Marciar and Baktobiya. Kamran Hossain was present on behalf of the organization. Moin Akhter. Mr. Nasim. Dowa and prayers are offered to all those who participate and cooperate in the Holy Majlis.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights