মালদা শহরের চারটি মাঠে সকাল-বিকাল সম্পূর্ণ বিনামূল্যে ক্রীড়া প্রশিক্ষণ


মালদাঃ গত দশ বছর ধরে মালদা শহরের চারটি মাঠে সকাল-বিকাল প্রশিক্ষণ দিয়ে চলেছেন মালদহের অসিত পাল । যা সম্পূর্ণ বিনামূল্যে । বিভিন্ন প্রান্তের দুস্থ পরিবার থেকে ছেলে-মেয়েদের তুলে নিয়ে এসে নিজের হাতে ক্রীড়াবিদ হিসাবে তৈরি করছেন। তার হাত ধরেই রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিয়েছে অনেকেই। বর্তমানে তার অধীনে প্রশিক্ষণ নিচ্ছে প্রায় ২৬০ জন। মালদা শহরের বিমানবন্দর ময়দানে ,জেলা ক্রীড়া সংস্থার মাঠে , মালদার রেড ওয়ের মাঠে , পুরাতন মালদার মহানন্দার তীর এলাকার একটি মাঠে, নিয়মিত প্রশিক্ষণ দেন তিনি। তার কাছে প্রশিক্ষণ নিয়ে অনেক ছাত্র-ছাত্রীরা অনেক নাম খ্যাতি ও অর্জুন পুরস্কার পেয়েছেও । বিভিন্ন খেলায় অংশ নিয়ে পাশাপাশি কেউ আবার সেনাবাহিনী, আবার কেউ আধা সেনা বাহিনীতে যোগ দিয়েছে। অসিত পালের বাড়ি পুরাতন মালদার সাহাপুর পঞ্চায়েত এলাকায়। ছোট থেকেই খেলার বিষয়ে প্রচন্ড চেষ্টা ছিল তার। আজকে সেই চেষ্টায় দিনের পর দিন তার এত সাফল্য। অ্যাথেলেটিক হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অসিত পালের। আর্থিক অনটন ও ভালো প্রশিক্ষণ হয় সম্পূর্ণ ভাবেই। তাই তিনি নিজের লড়াই চালিয়ে যান। পাশাপাশি জেলার প্রতিটি ছেলেমেয়েদের নিয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। কবাডি, খো খো ভলিবল, দৌড় সহ আরো বিভিন্ন খেলায় তিনি প্রশিক্ষণ দিচ্ছেন ছাত্র-ছাত্রীদের আর তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীরা রাজ্য তথা জাতীয় স্তরে বহু নাম-সুনাম অর্জন করছে। তার এই উদ্যোগ ও পরিশ্রমকে জেলার বিশিষ্ট ক্রীড়া প্রেমীরা কুর্নিশ জানায়।

Malda: For the last 10 years, Asit Pal of Malda has been training in the morning and afternoon in four fields of Malda town. Which is completely free. He is picking up boys and girls from poor families from different parts of the world and making them as athletes with his own hands. Many people have had the opportunity to play at the state and national level. Around 260 people are currently undergoing training under him. He trained regularly at the Airport Maidan in Malda town, at the District Sports Association ground, at the Red Way ground in Malda, at a ground on the banks of mahananda in old Malda. With his training, many students have received many name fame and Arjuna Award. Apart from participating in various sports, some have joined the army, while others have joined the paramilitary forces. Asit Pal’s house is in Sahapur panchayat area of old Malda. He had been trying hard to play from a young age. Today, he has so much success in that effort day after day. It was her dream to be athletic. But that’s the dream of Asit Pal. Financial difficulties and good training are completely done. So he continued his own struggle. He is also training every child in the district. He has been training the students in kabaddi, kho kho volleyball, running and many other sports, and with the training from him, the students are gaining many names and laurels at the state and national level. His initiative and hard work were hailed by prominent sports lovers of the district.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights