তপন থিয়েটারে অনুষ্ঠিত হলো “কাল প্রতিমার” বর্ষামঙ্গল নাট্যমেলা ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ কাল প্রতিমা নাট্যদল ১২তে পা দিলো। সেই উপলক্ষে গত ১ ও ২রা আগস্ট সোমবার ও মঙ্গলবার ২০২২ দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে তারা আয়োজন করেছিলো বর্ষামঙ্গল নাট্যমেলা ২০২২। এই উৎসবের প্রথমদিন এই বর্ষামঙ্গল নাট্য মেলার উদ্বোধন করেন বোলপুর ইলোরা নাট্যদল এর নির্দেশক মলয় ঘোষ। কাল প্রতিমা সম্মাননা প্রদান করা হয় অভিনেতা অজিত রায়, আলোর বাবলু সরকার, শব্দ প্রেক্ষাপণে সন্দীপ মুখার্জী, আবহ সংগীতে রাজা ব্যানার্জী ও পরিচালক ও অভিনেতা জয়েস লাহাকে। এই সন্মান স্মারক ও উত্তরীয় এবং ফুল-মিষ্ঠি তুলে দেন কাল প্রতিমার কর্ণধার শ্রাবনী সেনগুপ্ত । সকল অতিথিরা তাদের ভাষণে কালপ্রতিমার এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এইদিন মঞ্চস্থ হয় কালপ্রতিমা প্রযোজিত নতুন নাটক “সত্যবতী”। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র চরিত্র হলো “সত্যবতী”। কিন্তু এই ক্ষুদ্র চরিত্রই বলতে পারেন হস্তিনাপুরে এবার সত্যবতীর বংশ শুরু। কোনো পিতৃ পরিচয়ের নয়, মাতৃ পরিচয়ের বংশ। এই ক্ষুদ্র চরিত্রই কার্যত মহাভারতে যুদ্ধের বীজ বপন করেছিলেন। আজ আম্বেদকর ভারতবর্ষে দেবতার মতো পূজিত হন। কিন্তু ঐ পৌরাণিক যুগে জাত, বর্ণ, রক্তের অহংকারের বিরুদ্ধে যিনি প্ৰথম রুখে দাঁড়িয়েছিলেন – তিনি সত্যবতী। অসম্ভব ক্ষুরধার এই বুদ্ধিমতী রমণী সত্যবতীকে নিয়েই প্রায় দু ঘন্টার টান টান এক অসাধারণ নাটক “সত্যবতী” মঞ্চস্থ হলো এই প্রথমবার তপন থিয়েটারে। নাটকটি লিখেছেন সৌমেন পাল। আলো, মঞ্চ, আবহ ও পোশাক-রূপসজ্জায় নজর করেছেন বাবলু সরকার, অজিত রায়, সন্দীপ মুখের্জী ও সৌরভ ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে চমৎকার অভিনয় করেছেন শ্রাবনী সেনগুপ্ত, উদ্দীপন, অলোক, অরিজিৎ, হিমাদ্রী, দীপন, সুরভী, জয়ন্ত, অজয়, কস্তুরী, সঞ্জয়, সায়ন্তন, বিশ্বরূপ ও রুপা প্রমুখ শিল্পীরা। সত্যবতী নাটকটি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন শ্রাবনী সেনগুপ্ত। বর্ষা মঙ্গল নাট্যমেলার দ্বিতীয় দিন তপন থিয়েটারে সন্ধ্যায় মঞ্চস্থ হয় আলিপুরদুয়ার, সংঘশ্রী যুব নাট্য সংস্থা নিবেদিত নাটক দ্রব্যময়ীর কাশীবাস। নির্দেশনায় ছিলেন সিনটু দত্ত এবং সবশেষে পরিবেশিত হয় রাণীকুঠি আঙ্গিকের নাটক বাতিঘর। পরিচালনায় ছিলেন সুশান্ত মজুমদার।

Indrajit Aich: Kal Pratima Natya Troupe turned 12. On this occasion, on Monday and Tuesday, August 1 and 2, 2022, they organized the Varshamangal Natya Mela 2022 at Tapan Theatre in South Kolkata. On the first day of the festival, the Varshamangala Natya Mela was inaugurated by Malay Ghosh, director of Bolpur Ellora Theatre Group. The award was given to actor Ajit Roy, Alo Bablu Sarkar, Sandip Mukherjee in the background, Raja Banerjee in the background music and director and actor Joyce Laha. The memorial and the northern and floral sweets were handed over by Shrabani Sengupta, the head of the idol yesterday. All the guests in their speeches applauded this initiative of Kalpratima. On this day a new play produced by Kalpratima “Satyavati” is staged. An important minor character in the world’s largest epic Mahabharata is “Satyavati”. But only this small character can say that this time in Hastinapur, satyavati’s dynasty begins. It’s not a father’s identity, it’s a family of mother identity. It was this small character who virtually sowed the seeds of war in the Mahabharata. Today, Ambedkar is worshipped like a god in India. But in that mythological era, the one who first stood up against the arrogance of caste, caste, blood – she is Satyavati. For the first time, an extraordinary play “Satyavati” was staged at Tapan Theatre for almost two hours with this intelligent woman of impossible stature, Satyavati. The play is written by Soumen Pal. Bablu Sarkar, Ajit Roy, Sandeep Mukherji and Saurabh Bhattacharya have looked at the lighting, stage, atmosphere and costumes. Shrabani Sengupta, Udyan, Alok, Arijit, Himadri, Deepan, Surbhi, Jayanta, Ajay, Kasturi, Sanjay, Sayantan, Vishwaroop and Roopa have performed well in various roles. The play Satyavati was edited and directed by Shrabani Sengupta. On the second day of the Varsha Mangal Natya Mela, tapan theatre was staged in the evening at Tapan Theatre in Alipurduar, Kashibas of The Sanghashree Yuva Natya Sanstha dedicated to the play Materialmayi. The director was directed by Sintu Dutta and finally the ranikuthi-style play Batighar was performed. It was directed by Sushant Majumdar.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights