বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণের দাবীতে আশা কর্মীদের বিক্ষোভ ও কর্মবিরতি ডাক ঘোষণা


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ বিভিন্ন দূর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে ৫০০ দিন অতিক্রান্ত। এরই মধ্যে আজ থেকে সরব রাজ্যের আশা কর্মীরা। নদীয়ার বিভিন্ন প্রান্তে আশা কর্মীরা তাদের দাবী নিয়ে সোচ্চার হয়েছে। আজ আশা কর্মীদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধির দাবীতে বিক্ষোভে উত্তাল নদীয়ার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের চত্বর । বুধবার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ সহ কর্ম বিরতি শুরু করে আন্দোলনরত আশা কর্মীদের এক প্রতিনিধি দল। করোনা যুদ্ধে নিজেদের জীবনকে বিপন্ন করে ফ্রন্ট লাইনে যুদ্ধে অবতীর্ণ আশা কর্মীদের উপর চরম অনিহা সহ রাজ্য সরকারের অমানবিক আচরণে এদের ভবিষ্যৎ বিপন্ন।তাঁদের অভিযোগ, ২৪ ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে কিন্তু চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে কোনও সদার্থক ভূমিকা পালন করছে না রাজ্য সরকার। গত ১৩ মাস ধরে উৎসাহ ভাতা পাই সেটা আবার ৮ ভাগে ভাতা পাই। নেই কোন স্মার্টফোন। পরিবারে কারো থেকে ফোন চেয়ে চিন্তে আমাদের কাজ মেটাতে হচ্ছে। এই সমস্ত নানাবিধ দাবি দাওয়া নিয়ে আজ থেকে তাঁরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছে। আশা কর্মীদের মূল অভিযোগ, আমরা একাধিকবার বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েও কোন কাজ হয়নি। এই মুহূর্তে ২১ হাজার টাকা বেতনক্রম চালু সহ কর্তব্যরত সমস্ত কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে, সমস্ত কর্মীদের স্মার্টফোন এবং মাসিক ৩০০ টাকা রিচার্জ এর জন্য দিতে হবে। এ সমস্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেছে। গ্রাম্য এলাকায় এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আশা কর্মীদের ওপরই ভরসায় থাকে অসংখ্য সাধারণ মানুষ, সে জায়গায় দাঁড়িয়ে আশা কর্মীদের এই কর্মবিরতিতে সাধারণ মানুষ যে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে তা বলাই বাহুল্য।

Gopal Biswas, Nadia- The former education minister has been arrested on charges of corruption. The protest by job seekers has been going on for 500 days. In the meantime, the ASHA workers of the state are on the rise from today. ASHA workers in different parts of Nadia have been vocal about their demands. The premises of Maheshganj Rural Hospital in Nabadwip block of Nadia erupted in protest today demanding a hike in the salary of ASHA workers including regularisation. A delegation of agitating ASHA workers started a cease-fire along with a protest in front of Maheshganj Rural Hospital in Nabadwip block on Wednesday. Their future is in jeopardy due to the inhuman behaviour of the state government on the ASHA workers who fought on the front line, endangering their lives in the Corona war. They alleged that they are doing 24-hour duty but the state government is not playing any good role in making the job permanent. For the last 13 months, I have been getting incentive allowance, which is again 8 percent. There is no smartphone. We have to do our job by asking for a phone from someone in the family. They have started protesting and working from today on all these various demands. The main complaint of the ASHA workers is that we have done no work even after being deputed to various departments several times. At present, all the employees on duty, including the introduction of a pay scale of Rs 21,000, will have to be given government recognition, all employees will have to pay for smartphones and a monthly recharge of Rs 300. They have started working from today on these various demands. In rural areas and in various remote areas, many common people rely on ASHA workers, it is needless to say that the common people will have to face a lot of problems in this work of ASHA workers standing in that place.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights