দুদিন ব্যাপী আয়োজিত হল বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রাম ঘোষ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি


Malda: দুদিন ব্যাপী আয়োজন করা হল বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রাম ঘোষ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির। শনিবার রাত্রে মালদা শহরের দুই নম্বর গভমেন্ট কলোনির মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দুদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, ইংলিশ বাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক শাহা সহ অন্যান্যরা। জানা গেছে দুদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিয়েছে। রবিবার রাত্রে অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত পর্যায়ের খেলা। জানা গেছে বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রামচন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই এই খেলার আয়োজন করে থাকেন তার ছেলে তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ। তারই অঙ্গ হিসাবে এবছরও তার উদ্যোগে এবং স্থানীয় ক্লাবের সহযোগিতায় দুদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পতাকা উত্তোলন, আকাশে বেলুন এবং আতশবাজির মধ্যে দিয়ে দুদিন ব্যাপী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ফুটবল টুর্নামেন্টের। প্রথম দিনই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

A two-day long event was organised for the late Ram Ghosh Football Champion Trophy. The two-day football tournament was formally inaugurated on Saturday night at the no. 2 government colony ground in Malda town. English Bazar Panchayat Samiti President Lipika Burman Ghosh, Malda Zilla Parishad Office Bearer Pratibha Singh, Councillor of Ward No. 4 of English Bazar Municipality Ashok Shaha and others were present on the occasion. A total of 16 teams have reportedly participated in the two-day football tournament. His final stage will be played on Sunday night. It is known that this game is organized every year in the memory of eminent social worker Late Ramchandra Ghosh by his son and Trinamool leader Prasenjit Ghosh. As part of this, this year also the two-day football tournament has been organized on his initiative and in collaboration with the local club. The two-day football tournament was officially inaugurated with flag hoisting, balloons in the sky and fireworks. On the first day, the presence of the audience was a sight to behold.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights