নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হলো তিনদিনের ইমেজ ক্রাফট এর ফটো ও ভিডিও এক্সিবিসন ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ ইমেজ ক্র‍্যাফট আয়োজিত ফটো এবং ভিডিও এক্সিবিশনের অন্যতম স্টলের উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান। দুই বাংলা জুড়েই তাকে ঘিরে দর্শকদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। এদিনের এই প্রদর্শনীতেও যেন তার ব্যাতিক্রম ঘটলনা। ৩ আগস্ট নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে হওয়া এই অনুষ্ঠানটিতে ইমেজ ক্র‍্যাফটসের স্টলে উপস্থিত হয়েছিলেন জয়া। সেখানেই তিনি এই প্রদর্শনীর প্রশংসা করেন। ইমেজ ক্র‍্যাফটের এই প্রদর্শনী নিয়ে অভিনেত্রী জয়া জানালেন, “এরকম একটি প্রয়াসকে সাধুবাদ জানাতেই হচ্ছে। এই ধরনের প্রদর্শনী আরও হওয়া উচিত। এই রকম প্রদর্শনীর সৌজন্যে উঠতি ফটো ও ভিডিও গ্রাফার নিজেদের শৈল্পিক ভাবনার মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাবে। যাতে করে শুধু যে তাদের উন্নতি সাধন হচ্ছে তা কিন্তু নয়, উন্নয়ন হচ্ছে সমগ্র ইন্ডাস্ট্রির। আর এমন এক প্রয়াসের অংশ হতে পেরে আমার সত্যি-ই খুব আপ্লুত লাগছে।” এই মেলা চলল ৫ ই আগস্ট পর্যন্ত।

Popular actress Jaya Ehsan inaugurated one of the stalls of photo and video exhibition organized by Image Craft. There is no end to the enthusiasm of the audience around him across both Bengals. Today’s exhibition was no exception. Jaya appeared at the image crafts stall at the event held at Netaji Indoor Stadium on August 3. That’s where he praised the exhibition. Talking about the image craft exhibition, actress Jaya said, “Such an effort has to be applauded. There should be more such exhibitions. Thanks to such an exhibition, the emerging photo and video graphers will have the opportunity to present their artistic ideas in front of the people. So that not only are they being developed, but the development of the entire industry is happening. And I am really thrilled to be a part of such an effort. The fair continued till August 5.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights