পরম্পরা আয়ুর্বেদ এর নবতম প্রয়াস ” পরম সুন্দরী “


ইন্দ্রজিৎ আইচঃ আজ থেকে শুরু হয়ে গেলো বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে পরম্পরা আয়ুর্বেদ আয়োজিত তাদের নবতম প্রয়াস ” পরম সুন্দরী “। আজ দেশপ্রিয় পার্কের ডিকেএস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন এই পরম সুন্দরী প্রতিযোগিতা র মূল কান্ডারী ও পরম্পরা আয়ুর্বেদ এর কর্ণধার ড: দেবব্রত সেন। তিনি জানালেন অনেক দিন ধরে এই পরিকল্পনা টা ছিলো যে এই সুন্দরী প্রতিযোগিতা টা করবো। আজ থেকে সেটা শুরু হলো। ছয় ঋতু ও বারো মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। এটা পশ্চিমবঙ্গ এর সব জেলা ও অন্য রাজ্যের বিবাহিত ও অবিবাহিত মহিলারা অংশ নিতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ এর মধ্যে। আজ আমার The Rising Warrior-র কভার উন্মোচন হলো। এই কভার উদ্বোধন করেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাংবাদিক ড:সোমা এ চ্যাটার্জী। পরম সুন্দরীর খোঁজ যারা করবেন অর্থাৎ যারা বিচারক থাকবেন তারা হলেন নিউট্রিসন কনসালটেন্ট রূপশ্রী চক্রবর্তী, গ্রুমিং এক্সপার্ট পূজা গুপ্তা, ডিজাইনার ঋকছন্দা ভদ্র, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ও ড:দেবব্রত সেন নিজে। আজ এই সাংবাদিক সম্মেলনে সকল অতিথিরা উপস্থিত ছিলেন। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

Indrajit Aich: From today, their newest effort “Param Sundari” organized by Parampara Ayurveda has started in Bengal and all over India. Dr. Debabrata Sen, founder of Parampara Ayurved and the main kandari of this beauty contest, was present at a press conference at DKS Club in Deshapriya Park today. He said that for a long time it was a plan to do this beautiful contest. It started today. The competition will last for six seasons and twelve months. Married and unmarried women from all districts of West Bengal and other states will be able to participate in it. The age should be between 18 and 32. Today, the cover of My Rising Warrior has been unveiled. The cover was inaugurated by popular litterateur Shirshendu Mukherjee and journalist Dr Soma A Chatterjee. Nutrition consultant Rupashree Chakraborty, grooming expert Pooja Gupta, designer Rikchanda Bhadra, actress Sayantani Guhathakurta and Dr Debabrata Sen herself will be the judges. All the guests were present at the press conference today. Everyone appreciates this initiative.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights