পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব


মালদা:পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন  উৎসব উপলক্ষে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন। গোটা রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার ইংলিশ বাজার ব্লক প্রশাসনের উদ্যোগেও ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর হাই স্কুল সংলগ্ন প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল সংস্কৃতি দিবসের। প্রদীপ প্রজ্জ্বলন এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্যে দিয়ে সংস্কৃতি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী এবং ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ। জানা যায় সংস্কৃতি দিবসকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। তার পাশাপাশি রাখি বন্ধন উপলক্ষ্যে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে একে অপরের হাতে রাখি পরিয়ে দেন ইংলিশবাজার বিডিও সৌগত চৌধুরী,পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ উপস্থিত বিশিষ্টজনেরা।

Malda: The State-wide Cultural Day is being celebrated on the occasion of Raksha Bandhan festival organized by the Department of Youth Welfare and Sports, Government of West Bengal. Along with the entire state, the English Bazar block administration also organized the cultural day on the premises adjacent to The Mahadipur High School on the Indo-Bangladesh border on Thursday. Saugata Chowdhury, BDO of English Bazar Block and Lipika Barman Ghosh, President of English Bazar Panchayat Samiti, formally inaugurated the day by lighting lamps and garlanding the portraits of manishis. It is known that a pleasant cultural program was organized in front of the Culture Day. Apart from this, on the occasion of Rakhi Bandhan, Englishbazar BDO Saugata Chowdhury, President of Panchayat Samiti Lipika Barman Ghosh and other dignitaries were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights