দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সারাদেশ জুড়ে পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি


দুক্ষভঞ্জন পরামাণিক, পুরুলিয়াঃ ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সারাদেশ জুড়ে পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আর তারই প্রস্তুতি হিসেবে পুরুলিয়া বরাবাজার ব্লকের বেড়াতে অবস্থিত সিআরপিএফের আলফা ১৬৯ ব্যাটেলিয়ানের জোয়ানেরা ত্রিরঙ্গা পতাকা নিয়ে বন্দেমাতরাম ধ্বনি দিতে দিতে সমগ্র বেড়াদা পরিভ্রমণ করলেন বেলা 11 টা নাগাদ। স্বদেশ প্রীতি ও দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যেই ভারত সরকার স্বাধীনতা দিবসের দিন প্রতিটি ভারতবাসির বাড়িতে পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানিয়েছেন। আর সেই নির্দেশকে বাস্তবায়িত করার লক্ষ্যেই জোয়ানেরা সমগ্র বেড়াদা গ্রাম পরিভ্রমণ করেন। এই বাইক রেলিতে অংশগ্রহণ করেন শ্রীমান এসিস্ট্যান্ট কমান্ডার চণ্ডীচরণ ঝা এবং অন্যান্য জোয়ানেরা।

Purulia: On the occasion of India’s 75th Independence Day, the Har Ghar Tiranga program will be celebrated across the country under the direction of Prime Minister Narendra Modi. As a preparation for this, the jawans of the CRPF’s Alpha 169 battalion, located on the outskirts of Purulia Barabazar block, travelled around 11 a.m. with the tricolor flag to chant Vande Mataram. In order to instill patriotism and patriotism, the Government of India has called for hoisting the flag at the homes of every Indian on the day of Independence Day. And in order to implement that order, the Joans traveled throughout the village of Barada. Mr. Assistant Commander Chandicharan Jha and other joans participated in this bike rally.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights