স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে প্রতি পন্যবাহী লড়িতে তিরঙ্গা উৎসব


মালদা: স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে প্রতি পন্যবাহী লড়িতে তিরঙ্গা উৎসব কর্মসূচির আয়োজন করল মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শামিল হয়েছিল ৭০ নম্বর বি এস এফ ব্যাটেলিয়ানের জওয়ান এবং কাস্টম আধিকারিকরাও। শনিবার সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মহদীপুর স্থলবন্দরে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে সীমান্ত এলাকায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি পণ্যবাহী লড়ি এবং বাংলাদেশে পণ্য রপ্তানি করতে যাওয়া লড়ির চালকের হাতে জাতীয় পতাকা এবং গাড়িতে তিরঙ্গা স্টিকার লাগানো হয়। উপস্থিত ছিলেন মহদীপুর বিওপির কোম্পানি কমান্ডেন্ট অঙ্কুশ, মহদীপুর কাস্টম আধিকারিক দেশদুলাল চ্যাটার্জি,মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ,সম্পাদক ভূপতি মন্ডল, ফিরোজ খান সহ অন্যান্যরা।

Malda: On the occasion of the 75th year of independence, the Mahadipur C&F Agent Welfare Association has organized a tiranga festival program in every goods carrier. Jawans and customs officials of the 70th BSF battalion were also involved. The event was held at India-Bangladesh International Mahdipur land port on Saturday morning. On the occasion of the 75th year of independence, the national flag and tiranga stickers were put on the hands of every goods-carrying lorry standing in the border area and the driver of the lorry going to export goods to Bangladesh. Company Commandant of Mohadipur BOP Ankush, Mahdipur Customs Officer Deshdulal Chatterjee, President of Mahdipur C&F Agent Welfare Association Prasenjit Ghosh, Secretary Bhupati Mondal, Feroz Khan and others were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights