স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন বান্দোয়ান ব্লকে


সহদেব পরামানিক ::  সোমবার ১৫ ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন বান্দোয়ান ব্লকে । এদিন শুধুমাত্র পতাকা উত্তোলন ও বীর বিপ্লবীদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ক্ষান্ত থাকেনি বান্দোয়ান ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাসিফ সাবির । পিছিয়ে পড়া শবর জনজাতির গ্রামে গ্রামে ঘুরে তাদের সুখ দুঃখের খোঁজ খবর নিয়েছেন এবং পরম স্নেহে নিজ হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে শবর ছেলেমেয়েদের এভাবেই স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবস উদযাপন করেন তাদের সাথে । এছাড়াও এদিন বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের NRC বিভাগে ভর্তি অপুষটু বাচ্চাদের স্বাস্থ্য সম্বন্ধীয় খাবার তুলে দেন , পাশাপাশি চিকিৎসাধীন রোগী দেরও খোঁজখবর নিয়ে তাদের হাতেও ফল মিষ্টি তুলে দেন । তাঁর এহেন মানবিক কাজের প্রশংসা করেছেন চিকিৎসক থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজন । Sahdev Paramanik:: The 76th Independence Day celebrations were held in Bandwan block on Monday, August 15, to mark the 75th anniversary of India’s independence. Kasif Sabir, block community development officer of Bandwan block, did not stop at hoisting the flag and paying homage to the valiant revolutionaries. He visited the villages of the backward Shabar tribe and enquired about their joys and sorrows and fed sweets with his own hands with utmost affection, in this way, shabar celebrated the Independence Day with them on the occasion of the 75th anniversary of independence. He also handed over health-related food to the children admitted in the NRC department of Bandwan Block Primary Health Centre, as well as the patients undergoing treatment and also handed over fruits and sweets to them. From the doctor to the patient’s relatives, his humanitarian work has been praised.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights