স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ


ইন্দ্রজিৎ আইচঃ দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকাধীন ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে স্বাধীনতার অমৃত মহোত সব উপলক্ষে ৭৫ টি পরিবারকে জাতীয় পতাকা প্রদান, পথ শিশুদের শুকনো খাবার বিতরণ ও ৭৫ জন প্রবীন নাগরিককে ভারতীয় আধ্যাত্মিক চেতনা বৃদ্ধিতে শ্রীমদ্ভাগবত গীতা দেওয়া হল। এর পাশাপাশি ৭৫ জন মায়ের শক্তি বৃদ্ধি ও জাতীয় মর্যাদা বৃদ্ধিতে লালপাড় সাদা শাড়ী বিতরণ করা হয় এবং ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষার উপকরণ দেওয়া হয়। এছাড়া মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে সফল ছেলে মেয়েদের সম্বর্ধনা দেওয়া হয় ও ২০০ জন নাগরিককে বর্ষার ছাতা বিলি করা হয় ৷ সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছা-সেবকরা অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Manmathapur Pranab Temple, the rural service centre of Bharat Sevashram Sangha under Rabindra Gram Panchayat area of Dholahat police station in South 24 Parganas district, gave the national flag to 75 families, distributed dry food to street children and gave Shrimad Bhagavad Gita to 75 elderly citizens to enhance indian spiritual consciousness. Besides, lalpar white sarees were distributed to increase the strength of 75 mothers and increase national status and 75 students were given educational materials. Apart from this, successful boys and girls were felicitated in secondary and higher secondary and 200 citizens were distributed monsoon umbrellas.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights