রাখী বন্ধনের মাধ্যমে সকল নাট্য কর্মীদের আপন করে নিলো গোবরডাঙ্গা নাবিক নাট‍্যম


ইন্দ্রজিৎ আইচঃ গত 12/08/2022 শুক্রবার নিজস্ব মহলাকক্ষে রাখী বন্ধন উৎসব পালিত হোলো। সাম্প্রদায়িকতা অহিংসার ব্রতী নিয়ে সকল সদস‍্য, সদস‍্যা, শুভাকাক্ষী ও নাট‍্য কর্মশালার কিশোর কিশোরীদের রাখী বিনিময়ের মধ‍্যে দিয়ে রাখী বন্ধন উদযাপন হল। রাখী বন্ধন উৎসবের তাৎপর্য ব‍্যাখ‍্যা করেন সংস্হার সম্পাদক অনিল কুমার মুখার্জী সহ সম্পাদক অবিন দত্ত। নাট‍্য কর্মশালার শিশু কিশোরেরা এবং সংস্থার সদস‍্য সদস‍্যারা নাচ, গান ও আবৃত্তিতে অনুষ্ঠান এক অন‍্য মাত্রা পায়। সব শেষে সংস্থার সভাপতি ও নাট‍্য পরিচালককে রাখী পরান সংস্থার সদস‍্য সদস‍্যারা। সকলকে মিষ্টি মুখ করিয়ে রাখী বন্ধন উৎসবের সমাপ্তি ঘোষনা করেন সংস্থার সভাপতি জীবন অধিকারী মহাশয়।

Indrajit Aich: On Friday, 12/08/2022, the festival of Rakhi Bandhan was celebrated in his own palace. Rakhi Bandhan was celebrated by exchanging rakhis with all the members, members, well-wishers and teenagers of the drama workshop with the vow of communalism and non-violence. Anil Kumar Mukherjee and Abin Dutta, editor of the festival, explained the significance of the festival. The children and teenagers of the drama workshop and the members of the organization get a different dimension in dance, singing and reciting. Finally, rakhi paran is the president and drama director of the organization. Jibon Adhikari, president of the organization, announced the end of the festival by making everyone a sweet face.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights