তিরঙ্গা আলোয় ঝলমলে মালদা শহর


মালদা: তিরঙ্গা আলোয় ঝলমলে মালদা শহর। শুধু তাই নয় ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক পথ চলতি মানুষদের হাতে জাতীয় পতাকা এবং তিরঙ্গা উৎসব কর্মসূচির আয়োজন করা হল। মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের উদ্যোগে রবিবার সকাল থেকেই ইংলিশবাজার শহর জুড়ে শুরু হয়েছে এই কর্মসূচি। শহরের জলকল বিল্ডিং তিরঙ্গা আলোয় মুড়ে ফেলা হয়েছে। শহরের অলিগলিতে জাতীয় পতাকা উত্তোলিত করা হয়েছে। তার পাশাপাশি এদিন সকালে থানা মোড় এলাকায় স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে প্রতি গাড়িতে তিরঙ্গা স্টিকার লাগানো হয়। এই বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদিকা অমৃত মহাৎসব উদযাপন করা হচ্ছে। তাই তিরঙ্গা আলোয় মুড়ে ফেলা হয়েছে শহরের কিছু অংশ। তার পাশাপাশি শহরের অলিগলি থেকে শুরু করে সমস্ত জায়গায় জাতীয় পতাকা লাগানো হয়েছে। প্রতিটি গাড়িতে তিরঙ্গা স্টিকার লাগানো হচ্ছে।

Malda: The city of Malda shines in the light of the tricolour. Not only that, on the occasion of the 75th Independence Day, the national flag and tiranga festival program were organized in the hands of every pedestrian. Malda district BJP general secretary Biswajit Roy has started the programme across Englishbazar town on Sunday morning. The water mill building in the city has been covered in tiranga light. The national flag has been hoisted in the city’s Aligali. Besides, tiranga stickers were installed in every vehicle on the occasion of the 75th year of independence in the thana intersection area this morning. Bjp general secretary Biswajit Roy said azadika amrit mahasav is being celebrated on the occasion of the country’s 75th Independence Day. So some parts of the city have been covered in tiranga light. Along with this, the national flag has been installed at all places starting from the city’s aligali. Tiranga stickers are being installed in every vehicle.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights