ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে উদযাপন করা হল দেশের ৭৫ স্বাধীনতা দিবস


মালদা: ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে উদযাপন করা হল দেশের ৭৫ স্বাধীনতা দিবস। ফুলের তোরা এবং মিষ্টিমুখ করিয়ে ভারত বাংলাদেশ জিরো পয়েন্টে শুভেচ্ছা জানানো হল বাংলাদেশ বর্ডার গার্ডদের। উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভূপতি মন্ডল, হৃদয় ঘোষ, ফিরোজ খান সহ অন্যান্যরা। তার পাশাপাশি এদিন মহদীপুর কাস্টম আধিকারিক, লুকোচুরি ফাঁড়ির পুলিশ, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশের স্বাধীন দিবস পালন করা হয় সীমান্তে। দেশের পতাকা উত্তোলন, মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং দেশাত্মবোধক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মহদীপুর কাস্টম আধিকারিক দেশদুলাল চ্যাটার্জি, লুকোচুরি ফাঁড়ির এ এস আই কাজল ব্যানার্জি, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভূপতি মন্ডল সহ অন্যান্যরা। জানা যায় এদিন প্রথমে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশের ৭৫ তম বর্ষ স্বাধীনতা দিবস পালন করা হয়। এরপর মহদীপুর পার্কিং জোন, সীমান্ত ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, লেবার ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ভারত-বাংলাদেশ মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে। তার পাশাপাশি এদিন স্বাধীনতা দিবস উদযাপন মঞ্চ থেকে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা গাজোলের এক দুঃস্থ ছাত্রের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয় মহদীপুর এক্সপোর্ট এসোসিয়েশনের পক্ষ থেকে।Malda: The 75th Independence Day of the country was celebrated at the Mahdipur International Land Port on the India-Bangladesh border. The Bangladesh Border Guards were greeted at the Indo-Bangladesh Zero Point with flower bouquets and sweets. Mohadipur Export Association Secretary Prasenjit Ghosh, Mahdipur C&F Agent Welfare Association Secretary Bhupati Mondal, Hridoy Ghosh, Feroz Khan and others were present on the occasion. Apart from this, various organizations including Mahdipur Customs Officer, Police of Hide and Seek Outpost, Mahdipur Export Association, Mahdipur C&F Agent Welfare Association celebrated the country’s Independence Day at the border. The day is celebrated by hoisting the country’s flag, garlanding the portraits of the monks and various patriotic ceremonies. Mohadipur Customs Officer Deshdulal Chatterjee, ASI Kajal Banerjee of Lukochuri Outpost, Mohdipur Export Association Secretary Prasenjit Ghosh, Mahdipur C&F Agent Welfare Association Secretary Bhupati Mondal and others were present on the occasion. The 75th Independence Day of the country was first celebrated by the Mahdipur Export Association. Later, the Independence Day was celebrated at the India-Bangladesh Mahadipur International Land Port at the initiative of various organizations including The Mahadipur Parking Zone, Border Truck Honors Association, Labor Union. Besides, the Mohadipur Export Association handed over a laptop to a poor student of Gajol, who had done well in higher secondary from the Independence Day celebration stage.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights