তিনদিনের গোবরডাঙা নাবিক নাট্যমের “আজাদি কা অমৃত মহৎসব” গোবরডাঙ্গা বাসীর বিশেষ ভাবে নজর করেছে


ইন্দ্রজিৎ আইচঃ নাটকের শহর গোবরডাঙা, সেই গোবরডাঙার অন্যতম নাট্যদল গোবরডাঙা নাবিক নাট্যম ১৯৭৭ সাল থেকে নিয়মিত নাট্যচৰ্চা করে চলেছে। গত ১৪, ১৫ এবং ১৬ ই অগাস্ট ২০২২ সুসজ্জিত মঞ্চে তারা মেতে উঠেছিল আজাদী কা অমৃত মহৎসবে। তিন দিনের এই অনুষ্ঠানে ছিলো নানা স্বাদের বৈচিত্রময় সংস্কৃতিক অনুষ্ঠান। গোবরডাঙা নাবিক নাট্যম পরিবেশন করে নাচ, গান ও আবৃত্তির কোলাজ। অবিন দত্তর ভাবনায় অংশ গ্রহণ করেন রুমা সাহা, রাখি বিশ্বাস, সুপর্ণা সাধুখাঁ, সুমনা কর্মকার, অনুস্পা অধিকারী, অশোক বিশ্বাস, সুব্রত কর্মকার ও শ্রাবনী সাহা। স্বল্প সময়ে শৈল্পিক দক্ষতায় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দর্শকদের মন ছুঁয়ে যায়। তাছাড়াও দেশ মাতৃকাকে শ্রদ্ধা জানাতে চাঁদ পাড়া একটর সুভাষ চক্রবর্তীর ম্যাজিক উচ্চ প্রশংসিত হয়। তাছাড়া চৈতি সিংহ রায়ের কবিতা, সৌরজ্যোতি অধিকারীর গান, মছলন্দপুর ইমন মাইম সেন্টারের সৃজা ও শ্রেয়ার নাচ, দর্শকদের মোহিত করে। কৌণিক শিল্প চর্চার গান ও আবৃত্তির কোলাজ দর্শক প্রশংসিত হয়। ভবেশ মজুমদারের নির্দেশনায় নৃত্যকল্পনার নৃত্য দর্শকদের মাতিয়ে তোলে স্বাধীনতার অনুভূতিতে। মুকুলিকা পরিবেশন করে শ্রুতি নাটক, অনিমা দাসের একক নাটক এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আকনের গান দর্শকদের হৃদয় স্পর্শ করে, তাছাড়াও একঝাঁক শিল্পী নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন তাঁদের মধ্যে অন্যতম ছিলো দেবাদৃতা ঘোষ, অনু বিশ্বাস, তিয়াসা চৌধুরী, কোয়েল কায়পুত্র, আঁখি বিশ্বাস, দিয়া, নীলাদ্রি, রিঙ্কি, ঐশী, আরজিৎ, রোহিত, স্নেহা, তন্ময়, শুভজিৎ প্রমুখ। নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা এই অনুষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা করেন, বিশিষ্ট অভিনেতা প্রদীপ কুমার সাহা বলেন জাতীয়তা বাদের প্রসার ঘটাতে আমাদের এই প্রয়াস। বিশিষ্ট সমাজসেবক বাসুদেব কুন্ডু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৫ ই অগাস্ট জাতীয় পতাকা উত্তোলন করেন দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি। তিন দিনের সমগ্র অনুষ্ঠানটি গানে, কথায়, গল্পে পরিচালনা করেন বিশিষ্ট অভিনেতা ও নাট্য নির্দেশক জীবন অধিকারী। তার নান্দনিক সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে মনোরম ও মনোগ্রাহী।

Indrajit Aich: Gobardanga, the city of drama, Gobardanga Navik Natyam, one of the theater groups of Gobardanga, has been performing dramas regularly since 1977. On 14th, 15th and 16th August 2022, they graced the stage for Azadi Ka Amrit Mahatsav. In this three-day event, there were various cultural programs of various tastes. Gobardanga Navik Natyam performs a collage of dance, song and recitation. Ruma Saha, Rakhi Biswas, Suparna Sadhukhan, Sumana Karmakar, Anuspa Adhikari, Ashok Biswas, Subrata Karmakar and Shrabni Saha participated in Abin Dutta Bhavana. The history of the freedom movement touches the hearts of the audience with artistic skills in a short period of time. Moreover, Chand Para actor Subhash Chakraborty’s magic to pay homage to the motherland was highly appreciated. Moreover, Chaiti Singh Roy’s poetry, Sourjyoti Adhikari’s songs, Machlandpur Eamon Mime Center’s Srija and Shreya’s dance, enthrall the audience. Angular art practice songs and collages of recitals are appreciated by the audience. Under the direction of Bhavesh Majumder, Nrityakalpana’s dance intoxicates the audience with a sense of freedom. Shruti play performed by Mukulika, solo play by Anima Das is one of the highlights of the event. Akan’s songs touched the hearts of the audience, besides, a host of artistes performed dances, songs and recitals, among them Devadrita Ghosh, Anu Biswas, Tiasa Chowdhury, Koel Kayputra, Ankhi Biswas, Dia, Neeladri, Rinki, Oishi, Arjit, Rohit, Sneha, Tanmoy, Shubojit etc. Navik Natyam founder Somnath Raha explained the importance of this program, noted actor Pradeep Kumar Saha said that this is our attempt to spread nationalism. Eminent social worker Vasudev Kundu was present on the occasion. Party Secretary Anil Kumar Mukherjee hoisted the national flag on August 15. The entire three-day event was directed by eminent actor and theater director Jeevan Adhikari in songs, words and stories. His aesthetic performance made the program pleasant and interesting

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights