নিয়োগে দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবি এবং শূন্যপদে নিয়োগের দাবিতে শিক্ষক শিক্ষাকর্মীদের কাঁথি মহকুমা সম্মেলন


মারিসদা:২৮.৮.২২; স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ও বদলিকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে, শূন্যপদে নিয়োগ এবং বকেয়া ৩১ শতাংশ ডি এ মেটানো সহ নানান দাবি নিয়ে আজ মারিসদা বিজয়কৃষ্ণ জাগৃহি বাণীপিঠে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (এস টি ই এ)-র কাঁথি মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সহ-সভাপতি তপন কুমার জানা, জেলা সভাপতি শুভেন্দু খাটুয়া, মহকুমা সভাপতি সুব্রত বেরা, পত্রিকা যুগ্ম সম্পাদক শম্ভু মান্না,জেলা সম্পাদক স্বপন কুমার ভৌমিক, ত্রিদিব কর প্রমূখ। সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। নানান দাবি নিয়ে আজ প্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। আগামী ১১ ই সেপ্টেম্বর, গেওখালি হাইস্কুলে জেলা সম্মেলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে সভা শেষ হয়।।

Marisda:28.8.22; The Kanthi sub-divisional conference of the Secondary Teachers and Education Workers Association (STEA) was held at Marisda Bijoykrishna Jagrithi Banipith today with various demands, including the massive corruption in the appointment and transfer of the School Service Commission, demanding exemplary punishment to the culprits, the cancellation of the National Education Policy 2020, the appointment of vacant posts and the payment of 31 percent of the arrears of DA. State vice-president of the association Tapan Kumar Jana, district president Suvendu Khatua, sub-divisional president Subrata Bera, joint secretary shambhu manna, district secretary Swapan Kumar Bhowmik and Tridib Kar were present at the conference. The conference began with the hoisting of the flag of the association. Representatives and leaders spoke on various demands today. On September 11, the meeting concluded at The Gayokhali High School, urging everyone to join the district conference.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights