নবদ্বীপে সিপিএমের প্রতিবাদী পথ সভা, উপস্থিত সিপিএম নেতা অলকেশ দাস।


Gopal Press Nabadwip: কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী সিদ্ধান্ত, ব্যাংক, রেল সহ বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারী করণের প্রতিবাদে, ও রাজ্যে শিক্ষক থেকে সকল চাকরি তে বেনিয়ম, সহ তৃনমুলের একাধিক নেতৃত্বর বিরুদ্ধে বিভিন্ন দূর্নিতী সামনে আসায় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বিকেলে নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর আদ্যামন্দিরের সামনে সিপিএমের নবদ্বীপ লোকাল এরিয়া কমিটির ডাকে এক প্রতিবাদী পথ সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন সিপিএমের নবদ্বীপের স্থানীয় একাধিক নেতৃত্ব সহ রানাঘাট লোকসভার প্রাপ্তন সাংসদ অলকেশ দাস ও অসংখ্য কর্মী সমর্থম। এদিন সাংবাদিক দের মুখোমুখি হয়ে অলকেশ দাস বলেন ২০১১ সালের পর যত নিয়োগ হয়েছে সবেতেই ম এর গন্ধ আছে তাই এত এত সনা উদ্ধার হচ্ছে, এতে যত খুরবে কেউটে নয় গোখরো বেরোবে।পাশাপাশি তিনি মানিক ভট্টাচার্যের আজ বিধান সভায় উপস্থিতি ও কেন্দ্রীয় সংস্থার খুজে না পাওয়ার প্রসঙ্গে বলেন কেন্দ্রীয় সংস্থা আদালতের চাপে হয়তো কাজ করছে কিন্তু নিয়ন্ত্রণ করছে বিজেপি, আর নাম না করে তিনি তৃণমূল ও বিজেপির গোপন আঁতাতের কথাও বলেন।

Gopal Press Nabadwip: A protest meeting was organised in front of the old Mayapur Adyamandir of Nabadwip town this afternoon in front of the old Mayapur Adyamandir of Nabadwip town in protest against the various anti-people decisions of the central government, privatization of various government agencies including banks, railways, and irregularities in all jobs from teachers in the state, as well as the abnormal price hike of essential commodities. Several local leaders of the CPI(M)’s Nabadwip, former Ranaghat Lok Sabha MP Alkesh Das and numerous activists were present. Speaking to reporters, Alkesh Das said that after 2011, all the recruitments have been made by M, so much gold is being recovered, so much gold is being recovered. Referring to Manik Bhattacharya’s presence in the Legislative Assembly today and the central agency’s inability to find the central agency, he said that the central agency may be working under the pressure of the court but the BJP is controlling it, and without naming it, he also talked about the secret nexus of the TRINAMOOL and the BJP.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights