দত্তপুকুর দৃষ্টি’র আয়োজনে একদিনের “স্যালুট ডে” ২০২২ দত্ত পুকুর বাসীর নজর কেড়েছে


ইন্দ্রজিৎ আইচঃ গত ১৫ ই আগস্ট দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা তাদের এই অনুষ্ঠানটি ১৭ তম বছরে পদার্পণ করলো। যা শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে। সেই সময় অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠানটি সূচনা হয়েছিল ‘ছয় দল এক দিন’এই নামকরণ দিয়ে। তারা দত্তপুকুর এবং দত্তপুকুরের বাইরে বিভিন্ন স্থানে এই অনুষ্ঠানটি উদযাপন করে এসেছে। এই বছর স্যালুট ডে উদযাপন হয়েছে দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলে। অনুষ্ঠান চলেছে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। সংগীত শিল্পী অরুন পালের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একদিনের নাট্য উৎসবে এইদিনের প্রথম দত্তপুকুর দৃষ্টি’র প্রথম প্রযোজনা ” জোনাকিরা’ মঞ্চস্থ হয়। নির্দেশনা ঐশী ভট্টাচার্য। দ্বিতীয় প্রযোজনাটি ছিলো বসিরহাট কিংশুক নাট্য দলের নাটক ” ময়নামতীর ইতিকথা”। নির্দেশক মুকুন্দ চক্রবর্তী। তৃতীয় প্রযোজনা ছিলো হাবড়া নান্দনিকের নাটক ” বড় খবর” নির্দেশক দেবব্রত দাস। এই ছিল প্রথমার্ধের অনুষ্ঠান পর্ব। মধ্যানো ভোজনের পর দ্বিতীয়াধে চতুর্থ প্রযোজনা ছিলো ইমন মাইম সেন্টার এর “মূকাভিনয়” । নির্দেশক ধীরাজ হাওলাদার। এরপর মঞ্চস্থ হয় পঞ্চম প্রযোজনা গোবরডাঙা নাবিক নাট্যমের “অথ বৃষ মঙ্গলকথা”। নির্দেশক জীবন অধিকারী এবং ষষ্ঠ অর্থাৎ শেষ প্রযোজনাটি ছিলো দত্তপুকুর দৃষ্টি’র “অথঃ কন্যা কথা” নির্দেশক গার্গী ভট্টাচার্য। নাটকের পর্ব শেষ হওয়ার পর সমস্ত নাট্য দলের নির্দেশকদের স্মারক সম্মাননা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন দত্তপুকুর দৃষ্টি’র সদস্যবন্ধু সুমন চ্যাটার্জী । অনুষ্ঠানের শেষে দত্তপুকুর দৃষ্টির কর্ণধার বুদ্ধদেব ভট্টাচার্য্য জানান আগামী বছর স্যালুট ডে আরও বৃহৎ আকারে পালিত হবে দত্তপুকুর দৃষ্টির নবনির্মিত নিজস্ব মহলাকক্ষে। এইদিন স্যালুট ডে র একদিনের নাট্য উৎসব জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। সবমিলিয়ে স্যালুট ডে একদিনের নাট্য উৎসব সকল নাট্যমোদি দর্শকদের নজর কেড়েছিলো।

Indrajit Aich: Dattapukur Drishti Natya Sanstha entered its 17th year on August 15. Which started in 2006. At that time, their program started with the name ‘Six Teams One Day’. They have been celebrating the occasion at various places outside Dattapukur and Dattapukur. This year, Salute Day was celebrated at Dattapukur Bulbul Community Hall. The event will run from 11am to 7pm. The event kicked off with the opening song by singer Arun Pal. In the one-day drama festival, the first production of Dattapukur Drishti ,’Jonakira’, was staged. Directed by Oishee Bhattacharya. The second production was “Mainamatir Itikatha”, a play by Basirhat Kingshuk Natya Dal. Directed by Mukunda Chakraborty. The third production was “Bada Khabar”, directed by Debabrata Das. This was the first half of the show. The fourth production in the second half after the lunch was “Mukavinoy” by Emon Mime Center. Director Dhiraj Howlader. After that, the fifth production “Ath Vrish Mangalkatha” of Gobardanga Navik Natyam was staged. Director Jivan Adhikari and the sixth i.e. the last production was “Atah Kanya Katha” of Dattapukur Drishti directed by Gargi Bhattacharya. After the end of the episode of the play, the directors of all the theatre groups were given a commemorative honor. Sumon Chatterjee, a member of Dattapukur Drishti, was in charge of conducting the entire event. At the end of the program, Buddhadeb Bhattacharjee, the owner of Dattapukur Drishti, said that next year the Salute Day will be celebrated on a larger scale in the newly constructed mahalakaksha of Dattapukur Drishti. On this day, the one-day drama festival of Salute Day ended with the national anthem. All in all, the Salute Day One Day Theatre Festival caught the attention of all the theatrical audiences.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights