উনুন ধরাতে গুলের দাম বাড়ার মুর্শিদাবাদ জেলা বাসিন্দাদের চিন্তা


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : সকালের প্রাতরাশ থেকে বিকেলের জলখাবার, এমনকি দুপুরের আহারেও আগুন লেগেছে গৃহস্থের রান্নাঘরে। কেবল মুড়ির দাম নয়, বেড়েছে রান্নার গুলের দাম, ফলে চায়ের কাপেও চুমুক দিতে গিয়ে বাড়তি পয়সা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। গ্রামাঞ্চলের প্রধান জ্বালানি গুলের বস্তা ১৭০ টাকা থেকে ২১০ টাকায় পৌঁছে গিয়েছে মাস খানেকের মধ্যে। এই দাবি করছেন চায়ের দোকান থেকে শুরু করে হোটেল মালিকেরাও। এক বস্তায় ২৫ কেজি গুল থাকে বলে দাবি করা হয়, কিন্তু অনেকেরই দাবি, বস্তায় থাকে শেষ পর্যন্ত ২৩-২৪ কেজি। বিশেষ করে ছোট শহর থেকে গঞ্জ বাজারে কয়লা থেকে তৈরি গুল ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। জেলার বড় চায়ের দোকানগুলিতেও অনেক ক্ষেত্রে জ্বালানি ভরসা সেই গুল। ডোমকলের তেঁতুলতলা এলাকায় চায়ের দোকান বিশ্বজিৎ সাহার। তাঁর কথায়, ‘‘দীর্ঘ দিন ধরেই চায়ের দাম ছিল পাঁচ টাকা। কিন্তু শেষ পর্যন্ত যে ভাবে জিনিসের দাম বাড়ছে, গুলের দামও বেড়েছে, তাতে আর উপায় নেই। এখন ৬ টাকা করেই বিক্রি করতে হচ্ছে চা।গুলের দাম বাড়ার ফলে মুশকিলে পড়েছেন অনেকে। ব্যবসায়ীদের দাবি, কয়লার দাম, পরিবহণের খরচ অনেক গুণ বেড়ে গিয়েছে। কিন্তু দাম বাড়াতে গেলেই ক্রেতা বিমুখ হচ্ছেন। ফলে বাধ্য হয়েই খুব কম লাভে এখন ব্যবসা করতে হচ্ছে। ডোমকলের গুলের ব্যবসায়ী আনারুল আনসারি বলছেন, গুল তৈরির যাবতীয় উপাদানের দাম বেড়েছে। বেড়েছে পরিবহণ খরচ, কিন্তু আমরা দাম বাড়াতে গেলেই মাথায় হাত পড়ছে ক্রেতাদের। ফলে খুব বেশি দাম আমরা বাড়াতে পারিনি। বস্তায় কুড়ি-পঁচিশ টাকা দাম বাড়িয়েই ক্ষান্ত থাকছে হচ্ছে আমাদের।’’ কিন্তু আদতে বস্তা পিছু দাম চল্লিশ টাকা বেড়েছে বলে দাবি। এর মধ্যে, পাঁউরুটির দাম নিয়েও শুরু হয়েছে তরজা। ৬ সেপ্টেম্বর থেকে পাঁউরুটির দাম বাড়ার কথা ঘোষণা করেছিল কয়েকটি বেকারি সংগঠন। কিন্তু পাঁউরুটির দাম বাড়ছে না, সোজাসুজি এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক বিধায়ক ইদ্রিস আলি। তিনি জানান, গত ৩০শে জানুয়ারি পাঁউরুটির দাম পাউন্ড প্রতি অর্থাৎ প্রতি ৪০০ গ্রামে চার টাকা করে বেড়েছে। অর্থাৎ ২৪ টাকার পাঁউরুটি ২৮ টাকা হয়েছে। কিন্তু সামনেই বেশ কিছু অনুষ্ঠান রয়েছে, তাই পাঁউরুটির দাম বাড়ানো হবে না। তাঁর কথায়, রাজ্যে প্রায় চার হাজার পাঁউরুটির কারখানা রয়েছে, দু’তিনটে বাদ দিয়ে সমস্ত পাঁউরুটির কারখানার মালিকেরা জয়েন্ট অ্যাকশন কমিটির এবং ওয়েস্ট বেঙ্গল বেকারস কোঅর্ডিনেশন কমিটির সদস্য। তাই তাঁরা পাঁউরুটির দাম না বাড়ালে, দু’তিনটে বেকারি মালিকদের সংগঠনের দাম বাড়ানোর ঘোষণা হাস্যকর। তিনি বলেন,ওদের ঘোষণা, ঘোষণাই থেকে যাবে।’কিন্তু স্থানীয় বেকারিতে তৈরি রুটির দাম বেড়েছে বলেই এলাকার মানুষের দাবি। তবে একটি বেকারির মালিক আনারুল ইসলাম বলছেন,পুরনো দাম ধরে রাখতে গেলে এখন লাভের অঙ্ক কিছুই দেখতে পাচ্ছি না।

Murshidabad: A fire broke out in the kitchen of a householder from breakfast to lunch and even lunch. Not only the price of muri, but the price of cooking jaggery has increased, so the common people have to pay extra money to sip a cup of tea. A sack of gul, the main fuel in rural areas, has gone up from Rs 170 to Rs 210 within a month. From tea shops to hotel owners, this demand is also being made. It is claimed that one sack contains 25 kg of gul, but many claim that the sack ultimately contains 23-24 kg. Especially from small towns, molasses made from coal are used as fuel in ganj bazar. Even the big tea stalls in the district, in many cases, rely on fuel. Biswajit Saha owns a tea stall in Tettultala area of Domkal. “For a long time, the price of tea was Rs. 5. But in the end, the way the price of goods is increasing, the price of gul has also increased, there is no other way. Now tea has to be sold at Tk 6. Many people are in trouble due to the increase in the price of gul. Traders claim that the price of coal and the cost of transportation have increased manifold. But when the price is increased, the buyer is turning away. As a result, it is now forced to do business at a very low profit. Anarul Ansari, a trader of Gul in Domkal, says that the price of all the ingredients to make gul has increased. Transportation costs have increased, but when we go to increase the price, the customers are getting their hands on their heads. As a result, we could not raise the price too much. We have to increase the price of twenty-five rupees in sacks. But in fact, the price has gone up by Rs 40 per sack. In the meantime, the price of bread has also started. Some bakery organizations had announced to increase the price of bread from September 6. But the price of bread is not increasing, said MLA Idris Ali, secretary of the Joint Action Committee of The West Bengal Bakery Owners. He said that on January 30, the price of bread increased by Tk 4 per pound i.e. every 400 grams. That is, the bread of 24 rupees has become 28 rupees. But there are several events ahead, so the price of bread will not be increased. He said there are around 4,000 bread factories in the state, except for two or three, all the owners of the bread factories are members of the Joint Action Committee and the West Bengal Bakers Coordination Committee. Therefore, if they do not increase the price of bread, the announcement of increasing the price of two or three bakery owners’ organizations is ridiculous. “Their announcements will remain,” he said. “But the people of the area claim that the price of bread made in the local bakery has increased. However, Anarul Islam, the owner of a bakery, said, “If we want to keep the old price, we can not see anything about the profit now.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights