ইউনেস্কো এন্ট্রানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় কলকাতা দূর্গা উৎসব অন্তর্ভুক্ত


কলকাতা থেকে শুভর রিপোর্টঃ আজ ১লা সেপ্টেম্বর কলকাতার পুলিশদের দিবস। ইউনেস্কো এন্ট্রানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় কলকাতা দূর্গা উৎসব অন্তর্ভুক্ত তাই সকল বঙ্গবাসী আজকে গর্বিত। আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতিকে যথাযোগ্য সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এ বছরে শারদীয়া দুর্গোৎসব হিসাবে মাসব্যাপী আবাহনের লক্ষ্যে আজ ১লা সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুর ২ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত এক বিরাট বর্ণাঢ্য  শোভাযাত্রার আয়োজন করা হয় নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রার শেষে রেড রোডে সকল বিশিষ্ট অতিথিবর্গকে সম্মানিত জ্ঞাপন করা হয়।

Kolkata: Today, September 1, is kolkata police day. Kolkata Durga Festival is included in the LIST of UNESCO’s Untraceable Cultural Heritage of Humanity, so all the people of Bengal are proud today. Hon’ble Chief Minister of West Bengal, Mamata Banerjee, led a colourful procession from Jorasanko Thakurbari to Red Road from 2 pm on Thursday, September 1, 2022, to mark the month-long celebration of this year as The Sharadiya Durgotsav to show due respect to this recognition at the international level. At the end of the procession, all the distinguished guests were honored at The Red Road.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights