নবদ্বীপে বিশেষ সক্ষমদের সহায়ক সামগ্রী বিতরণ। উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার


গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ কেন্দ্রীয় সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় নদীয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়ক সামগ্রী বিতরণ করা হলো। এদিন বেলা বারোটা থেকে নবদ্বীপের বড়ালঘাট অদ্বৈত অঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায় এদিন প্রায় তিন শতাধিক প্রতিবন্ধীরা এই সামাজিক অধিকারীতা শিবিরে অংশগ্রহণ করেন। এদিনের এই শিবিরে বেশ ভালো সাড়া পড়েছে। এই শহরে নবদ্বীপ শহরের ওয়ার্ডের
ও নবদ্বীপ ব্লকের বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই শিবিরে আসেন। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, ছাড়াও এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তরের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী, ছিলেন বিজেপি নেতা সিদ্ধার্থ শংকর নস্কর সহ আরো অনেকে। এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, অতীতেও এরকম শিবির আমরা লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা শেষ করে আজ এটা ষষ্ঠ বিধানসভা করলাম। তিনি বলেন, পুজো শেষ হলেই যেসব প্রতিবন্ধীদের সার্টিফিকেট নেই তাঁদের সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে অঙ্গ-প্রত্যঙ্গ নেই এমন প্রতিবন্ধী মানুষদের প্লাস্টিক দিয়ে তাঁদের হাত-পা লাগিয়ে দেওয়া, দাঁত বাঁধিয়ে দেওয়া এরকম বিভিন্ন ধরনের যার যা প্রয়োজন শিবিরের মধ্য দিয়ে দেওয়া হবে। এই শিবিরের মাধ্যমে প্রয়োজনীয় সহায়ক সামগ্রী পেয়ে খুশি সকলে।

Gopal Biswas, Nadia: In collaboration with the Central Social Welfare Department, jagannath sarkar, MP of Ranaghat in Nadia, distributed assistive items to the specially-abled people. The ceremony was held at Baralghat Advaita Angan in Nabadwip from 12:00 pm. It is known that about 300 disabled people participated in this social empowerment camp on this day. There has been a good response to this camp today. Specially-abled people from nabadwip town ward and nabadwip block come to this camp in this town. Ranaghat MP Jagannath Sarkar, Ranaghat North MLA Parthasarathy Chatterjee, BJP leader Siddharth Shankar Naskar and many others were present at the camp. In this regard, MP Jagannath Sarkar said, “In the past too, we have completed five assemblies in the Lok Sabha constituency and today we have made it the sixth assembly. He said that after the puja is over, from giving certificates to those with disabilities who do not have certificates, to putting their hands and feet with plastic to people with disabilities who do not have limbs, tying their teeth, etc. Everyone is happy to get the necessary support materials through this camp.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights