‘শিক্ষক দিবস পর্যন্ত দৌড় ‘


করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ অনুষ্ঠানের নাম ‘শিক্ষক দিবস পর্যন্ত দৌড় ‘(Run up to teacher’s day )। না এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। শিক্ষক কিংবা ছাত্র ছাত্রীদের আয়োজিত কোনও কর্মসূচিও নয়। সম্পূর্ণ ভারী বুটের আওয়াজ তোলা বিএসএফের আয়োজন করা অনুষ্ঠান। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসকে সামনে রেখে সীমান্ত লাগওয়া বিভিন্ন স্কুল গুলিতে তথ্য চিত্র ও বিএসএফের নানাবিধ কার্য প্রণালী প্রদর্শনের ব্যবস্থা করে বিএসএফের ১৪১ নং ব্যাটেলীয়ন।শুক্রবার চেচানিয়া কৃষি শিল্প বিদ্যালয়ে এমনই এক অনুষ্ঠাবের আয়োজন করে বাউশমারি বিওপির বিএসএফ। সেখানে একটি তথ্য চিত্রের মাধ্যমে বিএসএফের বিভিন্ন কার্যপ্রণালী প্রদর্শন করা হয়। এদিনের অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন বাউশমারি বিওপির কোম্পানি কমান্ডার হাওররংবাম চিংথাং খোম্বা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বিএসএফে ভর্তির নিয়মাবলী ব্যাখ্যা করা হয়। মিঃ খোম্বা বলেন “শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর জন্য এই অনুষ্ঠান। যেহেতু শিক্ষক দিবসে (৫সেপ্টেম্বর) স্কুল গুলিতে নিজস্ব কর্মসূচী থাকে তাই ওপর মহলের নির্দেশে বিএসএফের তরফ থেকে ৩ দিন আগেই এই অনুষ্ঠান করা হলো।” এদিন মেঘনা বিওপির পক্ষ থেকেও হোগসলবাড়িয়া আদর্শ শিক্ষা নিকেতনেও একই রকম কর্মসূচী পালন করা হয়। হোগালবাড়িয়া স্কুলে তথ্য চিত্র ছাড়াও প্রশিক্ষন প্রাপ্ত কুকুরের কর্মদক্ষতা প্রদর্শন করা হয়। এখানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা বিওপির কোম্পানি কমান্ডার প্রবিন্দর সিং।

Biswajit Roy’s report from Karimpur: The name of the program is ‘Run Up to Teacher’s Day’. No, it’s not a race. There is no program organized by teachers or students. It is an event organized by the BSF to make the sound of a completely heavy boot. In view of the Teachers’ Day on September 5, bsf’s 141 battalion made arrangements to display documentary footage and various activities of BSF in different schools of Lagwa on the border. Bsf of Baushmari BOP organized a similar event at Chechania Agricultural Industries School on Friday. There, various activities of BSF were displayed through a documentary. The teachers and students of the school were present on the occasion along with the company commander of Baushmari BOP, Haorrongbam Chingthang Khomba and prominent people of the area. The rules for admission to BSF for students of class XI and XII were explained. Mr. Khomba said, “This event is to honor the teachers on the occasion of Teachers’ Day. Since the schools have their own programs on Teachers’ Day (September 5), the BSF has organized this program three days in advance on the instructions of the upper echelons. Meghna BOP also organised a similar programme at The Adarsha Shiksha Niketan in Hogsalbaria. In the Hogalbaria School, in addition to documentary pictures, the performance of the trained dogs is shown. Among the dignitaries present here was Prawinder Singh, Company Commander, Meghna BOP.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights