নবদ্বীপে তৃণমূল নেতার বাড়িতে বোমা বাজি


গোপাল বিশ্বাস, নদীয়া : তৃণমূল অঞ্চল সভাপতি তথা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। আর বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর শনিবার মধ্যরাত তৃণমূল নেতা স্বপন দেবনাথের বাড়িতে জানালা লক্ষ্য করে বোমা ছোঁড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে জানালার কাঁচ ভেঙে যায়। নিচেই রয়েছে পোস্ট অফিস। বোমার আঘাতে পোস্ট অফিসের ব্যানার ও ছিড়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই বিরোধীরা বোমাবাজি করেছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও বিজেপির ঐ মন্ডলের সহ সভাপতি দিলীপ সরকারের অভিযোগ এই গুলো তৃণমুলের গোষ্টি কোন্দল । এই প্রসঙ্গে নবদ্বীপ শহরের পৌর পতি বিমান কৃষ্ণ সাহা বিরোধী দের তীব্র কটাক্ষ করে বলেন, এটা সবাই বুঝতে পারছে কারা আর কখন মানুষ বোমা পিস্তল এগুলো ব্যাবহার করে। বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় এর তথা রাজ্য সরকারের উন্নয়ণ দেখে ভয় পেয়েছে, তবে তিনি বলেন আইন আইনের পথে চলবে। কিন্তু দূস্কৃতিদের অবিলম্বে চিহ্নিত করতে হবে।

Gopal Biswas, Nadia: The opposition has been accused of planting a bomb at the house of a trinamool area president and a member of the Nabadwip Panchayat Samiti. And the bombing caused a stir in the entire area. According to local sources, a bomb was hurled at the window of trinamool leader Swapan Debnath’s house on Saturday midnight. The window panes were shattered by the bomb. Below is the post office. The banners of the post office were also allegedly torn down by the bomb. After the incident, the nabadwip police station was informed. Police from Nabadwip police station reached the spot and started investigating the matter. The TMC has accused the opposition of carrying out bomb blasts to create terror in the area ahead of the upcoming panchayat polls. However, Dilip Sarkar, vice-president of the BJP’s mandal, alleged that these were factional feuds of the Trinamool. In this regard, Nabadwip town’s municipal husband Biman Krishna Saha took a sharp dig at the opposition, saying that everyone understands who and when people use bomb pistols. The opposition is scared of the development of Mamata Banerjee and the state government, but she said the law will take the course of law. But the miscreants must be identified immediately.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights