মন্দির তৈরি করে জায়গা দখলের অভিযোগ


মালদা: মন্দির তৈরি করে জায়গা দখলের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পার্ক এলাকার। অসহায় পরিবার সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন। জমি দখল একটি প্রক্রিয়া যখন কেউ মালিকের সম্পত্তির অধিকার লঙ্ঘন করে। একজন ব্যক্তি বেআইনিভাবে একটি বিল্ডিং বা সম্পত্তিতে প্রবেশ করে বা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে বিল্ডিংয়ের কিছু অংশ অন্য কারও কাঠামোতে প্রসারিত করে। জমি দখলকে কখনও কখনও সম্পত্তি বেদখলও বলা হয়, তবে উভয়ের মধ্যে একটি খুব পাতলা রেখা রয়েছে। জানা গেছে কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা সুতপা ঘোষের আড়াই কাঠা জায়গা রয়েছে কৃষ্ণ পার্ক এলাকায়। তার অভিযোগ স্থানীয় কিছু যুবক অস্থায়ীভাবে শিব মন্দির তৈরি করে জায়গা দখল করে বসেছে। স্থানীয় কাউন্সিলর এবং ক্লাবকে জানিও সমস্যার কোন সমাধান হয়নি। তাই এবারে তারা প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন। বৃহস্পতিবার ওই জায়গার উপর দাঁড়িয়ে এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন সুতপা দেবী। তিনি জানান তারা ভাড়া বাড়িতে থাকেন। তার স্বামী চা বিক্রি করেন। কিছু টাকা জমিয়ে সেই জায়গা কিনেছিলেন তারা। কিন্তু স্থানীয় কিছু যুবক মন্দির তৈরি করে সেই জায়গা দখল করছে। এমত অবস্থায় তারা নিরুপায় হয়ে পড়েছে। অন্যদিকে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর ফোনে জানান বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। ঘটনা কতটা সত্যি লিখিত আকারে জানানো হলে অবশ্যই খতিয়ে দেখা হবে।

Malda: Allegations of encroachment by building a temple. The incident took place in Krishna Park area of Ward No. 3 of English Bazar Municipality. The helpless family is going to approach the administration in the hope of justice. Land grabbing is a process when someone violates the property rights of the owner. A person illegally enters a building or property or intentionally or unintentionally extends part of the building to someone else’s structure. Land grabbing is also sometimes called property encroachment, but there is a very thin line between the two. It is learned that Sutapa Ghosh, a resident of Krishnapalli area, has two and a half kathas of land in Krishna Park area. He alleged that some local youths have temporarily built a Shiva temple and occupied the place. The local councilors and the club knew that there was no solution to the problem. So this time they are going to approach the administration. On Thursday, Sutapa Devi stood on the spot and expressed anger over this. He said they live in a rented house. Her husband sells tea. They bought the place with some money. But some local youths are occupying the place by building a temple. In such a situation, they have become helpless. On the other hand, the local councilor said on the phone that the matter has been informed verbally. If the truth of the incident is reported in writing, it will definitely be investigated.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights