স্বাধীনতার সকালে সম্প্রীতির দৌড়


নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রামঃ ছিয়াত্তর‌ তম স্বাধীনতা দিবসের দিন সকালে মধ্যমগ্ৰাম চৌমাথা থেকে বারাসাতের কাছারী ময়দান পর্যন্ত হয়ে গেলো এক সম্প্রীতির দৌড় প্রতিযোগিতা‌। বিভিন্ন বয়সের প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ‌‌। এই দৌড় প্রতিযোগিতার ব্যবস্থায় ছিলেন‌ উত্তর চব্বিশ পরগণা জেলার পুলিশ প্রসাসন‌। স্বাধীনতার সকালে মধ্যমগ্ৰাম চৌমাথা থেকে এই দৌড় প্রতিযোগিতা এক শপথের বার্তা বহন করে‌। বিভিন্ন জায়গা থেকে এদিন দৌড় প্রতিযোগিরা সমবেত হয়েছিলেন ‌। কেন্দ্রীয় সরকারের ঘর ঘর কি তেরঙ্গা পতাকা উত্তোলন এবং অমৃত মহৎসবে এই দৌড় আসলে একতার বার্তা বহন করে ‌। আসলে উৎসবের দিন শুধু নয় যে‌ কোনো ধরণের প্রতিযোগিতাই এক সাথে চলার শিক্ষা দেয় ‌। পনের‌ই আগষ্ট সোমবার ছিলো সেই শপথের দিন‌।‌ উত্তর চব্বিশ পরগনা জেলার এস পি রাজনারায়ণ মুখার্জি শূন্যে তোপ দেগে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন ‌। এছাড়াও মধ্যমগ্ৰাম থানা বারাসাত থানা এবং ট্রাফিক পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন জনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‌। প্রতিটা দৌড় যেমন‌ একতা‌ ও সম্প্রীতির বার্তা বহন করে তেমনই শপথ নেয় হাতে হাত রেখে চলার‌।

Own representative, Madhyamgram: On the morning of the 76th Independence Day, a harmonious race was held from Madhyamgram Chaumatha to Kasari Maidan in Barasat. He participated in this race in various age competitions. The police administration of North 24 Parganas district was in the system of this race competition. On the morning of Independence, this race from Madhyamgram Chaumatha carries the message of an oath. The race participants from different places gathered on this day. The hoisting of the tricolour flag at the central government’s ghar ghar ki tiranga and this race at The Amrit Mahanava actually carries the message of unity. In fact, it is not just the day of the festival, any kind of competition teaches us to walk together. Monday, August 15, was the day of the swearing-in. North 24 Parganas district SP Rajnarayan Mukherjee inaugurated the race. Apart from this, various people of the administration including Madhyamgram Thana Barasat Thana and Traffic Police were also present on the occasion. Just as every race carries the message of unity and harmony, it takes an oath to walk hand in hand.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights