গত রবিবার থেকে অভিষেকের মাধ্যমে ইস্কন মায়াপুরে শুরু হয়েছে শ্রীমতি রাধিকার জন্মাষ্টমী মহোৎসব


গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ মহা সমারোহে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে রাধা অষ্টমীর মহোৎসব অনুষ্ঠান।গতকাল অভিষেকের মাধ্যমে শুরু হয়েছে, আজ ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে যা চলবে রবিকার রাত দশটা পর্যন্ত।অসংখ্য ভক্ত সমাগমে জমজমাট ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর। ইস্কনের তরফে জানানো হয় এই অনুষ্ঠান উপলক্ষে সকল নিয়ম নিষ্ঠার সাথে বিশেষ পূজোর আয়োজন সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর ভক্ত সমাগম অন্যান্য বছরের তুলনায় বেশী হয়েছে।

Gopal Biswas, Nadia: The festival of Radha Ashtami is being celebrated through various rituals in the maha samaroh. It started with abhishek yesterday, started with mangal aarti this morning which will continue till 10 pm on Sunday. Mayapur is the main center of ISKCON, which is crowded with numerous devotees. Iskcon said that various religious rituals, including special pujas, have been organized on the occasion of this event with all the rules and regulations. This year the number of devotees has been more than other years.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights