ভারতের স্বাধীনতার সংগ্রামকে ভিত্তি করে অনলাইন শিক্ষামূলক গেম আজাদি কোয়েষ্টের সূচনা পর্ব আজাদি কা অমৃত মহাৎসব


কলকাতাঃ আজ ৭ই সেপ্টেম্বর কলকাতার প্রেসক্লাবে আয়োজিত হল ভারতের স্বাধীনতার সংগ্রামকে ভিত্তি করে অনলাইন শিক্ষামূলক গেম আজাদি কোয়েষ্টের সূচনা পর্ব আজাদি কা অমৃত মহাৎসব উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় তথা সম্প্রচার মন্ত্রকের সম্প্রতি দুটো অভিনব মোবাইল গেম ১টি আজাদী কোয়েস্ট ম্যাচ ও পাজল, আজাদ কোয়েস্ট হিরোজ অফ ভারত এনেছে। পি আই বি পূর্বাঞ্চলের মহা নির্দেশক শ্রীমতি জেন নামচু, যুগ্ম অধিকর্তা শ্রী পার্থ ঘোষ, কলকাতা প্রেসক্লাবের সভাপতি শ্রী স্নেহাশীষ সুর আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Kolkata: As part of the celebration of Azadi Ka Amrit Mahafestival, an online educational game based on India’s freedom struggle, the Union and The Ministry of Broadcasting has recently launched two innovative mobile games, Azad Quest Heroes of India, at the Press Club, Kolkata. Smt. Jane Namchu, Director General, PIB Eastern Region, Mr. Partha Ghosh, Joint Director, Mr. Snehasish Sur, President, Kolkata Press Club and many other distinguished guests were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights