নদীয়ার নবদ্বীপে এক গৃহস্থ বাড়ীর সেফটি ট্যাংক ভেঙ্গে ষাঁড় পরে বিপত্তি !!


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নবদ্বীপে এক সাত সকালে এক গৃহস্থ বাড়ীর সেফটি ট্যাংক ভেঙ্গে ষাঁড় পরে যাওয়াকে কেন্দ্র করে ছড়ায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নবদ্বীপ পুরসভার ৬নং ওয়ার্ডের লেক সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে প্রাতঃভ্রমণকারীরা দেখতে পান ওই এলাকার হরি নন্দীর বাড়ীর ট্যাংক ভেঙে একটি ষাঁড় পড়ে আছে। স্থানীয় বাসিন্দা অমিত দাস বলেন, এদিন সকালে দুটি ষাঁড় মারামারী করার সময় একটি সেফটি ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যায়। স্থানীয় লোকজন চেষ্টা করেও ষাঁড়কে উদ্ধার করতে পারেন নি। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে সেফটি ট্যাংকের দেওয়াল ভেঙে ষাঁড়টিকে উদ্ধার করে।

Gopal Biswas, Nadia: In Nabadwip, there was a huge sensation in the area after a bull broke the safety tank of a house in the morning. The incident took place on Thursday morning in the area adjacent to the lake of Ward No. 6 of Nabadwip Municipality. According to local sources, early in the morning, morning walkers found a bull lying in the tank of Hari Nandi’s house in the area. Amit Das, a local resident, said two bulls were fighting this morning when the lid of a safety tank broke and fell inside. The local people could not rescue the bull even after trying. On being informed, the fire brigade personnel rushed to the spot and broke the wall of the safety tank and rescued the bull.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights