নবদ্বীপে শুরু হলো দুই দিন ব্যাপি নবদ্বীপকে জানো ও ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা।


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নবদ্বীপ শহর একটি পুরাতন ও ঐতিহাসিক, ঐতিহ্যের শহর। শহরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে ও তাকে সংরক্ষণ করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হলো নবদ্বীপে, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ এর উদ্যোগে। আজ সকালে পর্ষদের সভা গৃহে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত, ছিলেন গোবিন্দ দাস, বিডিও মন্তেশ্বরর। পুরাতত্ত্ব পরিষদের সভাপতি জীবন কানাই সাহা, শান্তি রঞ্জন দেব সহ অনেকে।

মূলত নবদ্বীপের সঠিক ইতিহাস জানা ও নবদ্বীপকে নিয়ে ভ্রান্ত ধারণা দুর করার লক্ষেই এই কর্মশালার উদ্যোগ বলে জানায় উদ্যোক্তারা। পুরাতত্ত্ব পরিষদের তরফে শান্তি রঞ্জন দেব বলেন নবদ্বীপ সম্পর্কে আমাদের সঠিকটা জানা দরকার ৷ কারণ আমরা যখন কোথাও বাইরে যাই আমরা বলতে পারি না, পাশাপাশি এখন মাস্টার ডিগ্রি বা শিক্ষা ক্ষেত্রেও গবেষণা করতে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের নবদ্বীপকে নিয়ে গবেষণা করতে বলে, সুতরাং সঠিক তথ্য ও ইতিহাসটা জানা খুবই প্রয়োজন, তাই আমাদের এই উদয়োগ। পাশাপাশি তিনি আরও বলেন এদিনের এই কর্মশালায় লায়ন্স ক্লাব অফ নবদ্বীপ তাদের যে ভাবে সাহায্য করেছে তাতে তিনি অভিভুত।

Gopal Biswas, Nadia: Nabadwip city is an old and historical, heritage city. Nabadwip Archaeological Council organized workshops on various topics necessary to highlight and preserve the various historical heritage of the city. The ceremony was held at the board’s meeting house this morning. Present were Gobinda Das, BDO Manteshwar. President of the Archaeological Council Jibon Kanai Saha, Shanti Ranjan Deb and many others. The organizers said that the initiative of this workshop is mainly to know the exact history of Nabadwip and to remove misconceptions about Nabadwip. Shanti Ranjan Deb, on behalf of the Archaeological Council, said that we need to know the right thing about Nabadwip because when we go out anywhere, we can not say, as well as now the educational institutions or authorities ask the students to do research on Nabadwip to do research in the field of master’s degree or education, so it is very important to know the correct information and history. He also said that he was overwhelmed with the way Lions Club of Nabadwip helped them in this workshop.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights