শান্তিপুর ব্লকে মিড ডে মিল সেলের ব্যবস্থাপনায়, বিদ্যালয়ের রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ এবং রাধুনী প্রশিক্ষণের শংসাপত্র প্রদান


গোপাল বিশ্বাস, নদীয়া :- নদীয়ার শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এবং মিড ডে মিল সেলের ব্যবস্থাপনায়, বিধায়কের হাত দিয়ে ৯৩ টি বিদ্যালয় প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় রান্নার অত্যাধুনিক বাসনপত্র। যার মধ্যে কড়াই ঢাকনা সহ গামলা ,হাতা, খুন্তি সহ বিভিন্ন উপকরণ। প্রধান শিক্ষকগণ বলেন, এতদিন যাবত লোহার কড়াইয়ে একদিকে যেমন অত্যাধিক গ্যাস অপচয় হতো অন্যদিকে রান্নার উপাদানের রং আকর্ষণীয় হতো না। মিড ডে মিলের রন্ধন কর্মীরা জানান, এ ব্যবস্থার ফলে , বাসন মাজা এবং রান্নার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগে লোহার কড়াই সরানোর জন্য অনেকের প্রয়োজন হতো, অ্যালুমিনিয়ামের আর কারণে এখন একদিকে যেমন সহজে স্থানান্তকরন সুবিধা হয়েছে, অন্যদিকে রান্নার উপাদান দর্শনীয়। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, উৎকর্ষ বাংলা থেকে ট্রেনিং নেওয়া আজ এই শুভ অনুষ্ঠানের মধ্যে আড়াইশো জনকে সার্টিফিকেট বিতরণ করেন তিনি। তিনি বলেন তাদের সান্মানিক বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন বিভাগীয় দপ্তরে। বিডিও প্রণয় দেবনাথ বলেন, প্রয়োজন অনুযায়ী নাম এবং উপকরণ লিপিবদ্ধ করা হয়েছিল যার ভিত্তিতে আজ তাদের সকলকে একত্রিত করে তাদের হাতে তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়েন্ট ভিডিও সুজয় ঘোষ, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামাণিক, সহকারি সভাপতি মনিকা সরকার, ব্লক স্তরে বিদ্যালয় এসিস্ট্যান্ট ইন্সপেক্টর অজিত কুমার দাস, পরিষদের সদস্য নিমাই বিশ্বাস,পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্যগণ এবং পঞ্চায়েত প্রধান উপপ্রধানগণ।

Gopal Biswas, Nadia: At the initiative of Shantipur Block Community Development Officer of Nadia and under the management of the Mid-Day Meal Cell, 93 school headmasters were handed over the state-of-the-art cooking utensils to the MLA. In which there are various materials, including towels, sleeves, khunti, with a kadai lid. The headmasters said that for so long, there was a lot of gas waste on the one hand in the iron pan, on the other hand, the color of the cooking material was not attractive. Cooks at the mid-day meal said that as a result of this system, it is a very important step for washing dishes and cooking. Earlier, many people were needed to remove the iron pan, due to aluminum and now on the one hand, there is easy transfer facility, on the other hand, the cooking material is spectacular. Mla Braj Kishore Goswami, who received training from Utkarsh Bangla, distributed certificates to 250 people during the auspicious ceremony today. He said they have already discussed the issue of increasing their honorarium in the divisional office. BDO Pranay Debnath said the names and materials were recorded as per the requirement on the basis of which all of them were assembled and handed over to them today. Joint Video Sujoy Ghosh, President of Shantipur Panchayat Samiti Rina Pramanik, Assistant President Monica Sarkar, Assistant Inspector of Schools at block level Ajit Kumar Das, Parishad member Nimai Biswas, various members of panchayat samiti and deputy heads of panchayat heads were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights