বিজেপির নবান্ন অভিযানের দিন মেছেদাতে পুলিশের নাকা চেকিং


মেদিনীপুরঃ আজ ১৩ তারিখ বিজেপির চোর ধরে জেলে ভারো স্লোগানকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আর সেই অভিযানকে সফল করার উদ্দেশ্য নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা গতকাল থেকে রাত দিন এক করে নবান্নের উদ্দেশ্য রওনা দিচ্ছেন। কিন্তু এই নবান্নের উদ্দেশ্যে যাওয়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের গতকাল রাত থেকেই বিশাল পুলিশি বলয় দিয়ে আটকানোর চেষ্টা চলছে সারা রাজ্য জুড়ে এমনটাই অভিযোগ বিজেপির তরফে। আর ঠিক পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদাতেও আজ ১৩ তারিখ নবান্ন অভিযানের দিন সকালের চিত্রটা ঠিক একই রকম দেখা গেল। পথ চলতি মানুষদের অভিযোগ দুই থেকে তিনজন ব্যক্তি একসাথে থাকলেই তাঁদেরকে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা আসলে কোন গন্তব্যস্থলে পৌঁছাতে চায়। এর পাশাপাশি বিভিন্ন টোটো ও বাইক আরোহীদেরও চেকিং চলছে। যার ফলে এই অফিস টাইমে যাওয়া পথ চলতি সাধারণ মানুষ ক্ষিপ্ত অবস্থায় গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে।

Medinipur: On The 13th of Today, the BJP has called for a ‘Nabanna’ campaign in front of the slogan ‘Thief Dhare Jale Bharo’. And with the intention of making the campaign a success, bjp workers and supporters have been leaving for Nabanna day and night since yesterday. However, the BJP has been trying to stop all the supporters of bjp workers going to this nabanna with a huge police force since last night. And in Mecheda in Shahid Matangini block of Purba Medinipur district, the picture was exactly the same on the morning of the Nabanna campaign on The 13th. People on the way complain that when two to three people are together, they are being questioned in different ways, which destination they really want to reach. Apart from this, checking of various toto and bikers is also going on. As a result, the common people on the way to this office time are reaching the destination in an angry state.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights