প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা ট্রেন পথে পৌঁছালো কলকাতা


গোপাল বিশ্বাস, নদীয়া:- ভারতীয় জনতা পার্টির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী চোর ধরো জেল ভরো লাগাতার প্রত্যন্ত গ্রাম শহরে নিয়মিত বিগত দুমাস যাবত কর্মসূচি পালন করার পর আজ ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান। ইতিমধ্যেই গতকাল রাত থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার বাঁকুড়া বীরভূম পুরুলিয়া থেকে রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ অনুযায়ী বেশকিছু জায়গায় পুলিশ সক্রিয় তাদের যাত্রা কে বিলম্বিত করেছে, এবং কোথাও কোথাও গ্রেফতার করেছে কর্মী সমর্থকদেরও।

‘নবান্ন চলো’ কর্মসূচি নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংযোজন, ‘১৩ তারিখ আমাদের নবান্ন অভিযান কর্মসূচি। তার আগে থেকেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে মেদিনীপুরে পালিয়ে যাচ্ছেন। উনি পুলিস বাবাকে বলেছেন পারলে বাঁচাবেন। উনি মেদিনীপুরের মানুষকে বিশ্বাস করেন। তাই উনি মেদিনীপুরে আসছেন। তবে মেদিনীপুরের লোক আবার মেদিনীপুরের ভূমিপুত্রদেরকেই বিশ্বাস করেন। কোনও ফুপুকে বিশ্বাস করেন না।’ তবে মুখ্যমন্ত্রী আগামী ১৫ই সেপ্টেম্বর মেদিনীপুরে ৭ হাজার চাকরি দিতে চলেছেন। বিজেপি বিরোধীতার থেকেও শুভেন্দু বিরোধিতা যে এখন তৃণমূলের প্রধান উদ্দেশ্য তা এই ঘটনার থেকেই পরিষ্কার।

নদীয়ার উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলার নির্দেশে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই আজ সকাল থেকেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠদের, অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের কাছ থেকে বহু মূল্যের সাগর অস্থাবর সম্পত্তি নগদ টাকা উদ্ধার এখন রাজ্যের বিরোধী রাজনীতির প্রধান হাতিয়ার। আর সেই সংক্রান্ত বিভিন্ন মডেল সাজিয়ে , আজ ট্রেন পথে দূরদূরান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে। এরি পাশাপাশি এদিন সকালে নবান্ন অভিযান সফল করতে নদিয়ার নবদ্বীপ থেকে কলকাতার উদ্দেশ্যে বিজেপি কর্মীরা।

এদিন সকাল সাড়ে আটটার কাটোয়া হাওড়া লোকালে নবদ্বীপ ধাম স্টেশন থেকে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। বিজেপি কর্মীদের মুখে স্লোগান, পায়ে পায়ে উড়িয়ে ধুলো নবান্ন অভিযানে চলো।
এ বিষয়ে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী বলেন, পশ্চিমবঙ্গে লাগামছাড়া দুর্নীতি একের পর এক সন্ত্রাস এবং তৃণমূলের একটি দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে এই সমস্ত কিছুর প্রতিবাদে আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নবান্ন অভিযানে যাচ্ছি।

Gopal Biswas, Nadia: According to the earlier decision of the Bharatiya Janata Party, after regularly observing programs in remote village towns for the last two months, the Nabanna campaign is being conducted on September 13. Bjp workers and supporters have already left from Siliguri, Jalpaiguri, Behar, Bankura, Birbhum, Purulia since last night. According to their complaint, in some places, the police have actively delayed their journey, and in some places they have also arrested the supporters of the activists. On the ‘Nabanna Chalo’ program, the state’s main opposition leader Suvendu Adhikari added, “Our Nabanna campaign program is on the 13th. Even before that, the Chief Minister has been fleeing to Medinipur out of fear. He told his father that he would save him if he could. He trusts the people of Medinipur. So he is coming to Medinipur. But the people of Medinipur again believe in the sons of the soil of Medinipur. He doesn’t trust a puppy. However, the chief minister is set to provide 7,000 jobs in Medinipur on September 15. It is clear from this incident that the trinamool’s main objective is now to oppose Suvendu rather than anti-BJP.

Ignoring the natural disasters at the behest of the north and south organizational districts of Nadia, the enthusiasm of the workers’ supporters was visible since this morning. The recent recovery of cash from Partha Chatterjee and his near and dear ones, Anubrata Mondal and his close aides is now the main tool of opposition politics in the state. Bjp workers and supporters have left from different parts of Nadia from far and wide by train today, decorating various models related to that. Bjp workers from Nadia’s Nabadwip left for Kolkata this morning to make the Nabanna campaign a success.

Hundreds of BJP workers and supporters left for Kolkata by train from Nabadwip Dham station in Katwa Howrah local at 8.30 am. Bjp workers chanted slogans on their feet, “Let’s fly on your feet and go on the dust nabanna campaign.” Aparna Nandi, general secretary of the BJP’s state mahila morcha, said, “Today, we are going on a nabanna campaign on behalf of the Bharatiya Janata Party to protest against the unbridled corruption in West Bengal, one after the other, terrorism and all this against a corrupt tmc government.”

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights