অর্থনৈতিক পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় সংস্থার সাথে গাঁটছড়া বাঁধলো মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেণ্টার


কলকাতাঃ তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন এক তরুণ ইন্জিনিয়ার সঞ্জীব। এক দুর্ঘটনায় ঘাড়ে আঘাত পেয়ে সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এমতাবস্থায় চাকরি হারান উনি। একে পক্ষাঘাত তার ওপর বেকার ঐ যুবকের দিন কাটতে থাকে প্রচণ্ড শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে। দীর্ঘ ১০ বছর অতিক্রান্ত হবার পর সঞ্জীব স্বেচ্ছামৃত্যুর আবেদনও করেন। এই অবস্থায়, খবর পেয়ে মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেণ্টার এর কর্তৃপক্ষ ওনাকে সেণ্টারে এনে দীর্ঘ ৮ মাস উপযুক্ত চিকিৎসার পর উনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে না পারলেও কম্পিউটারে কাজ করতে শুরু করলেন। নিজের ও সংসারের হাল ধরতে তাঁর তখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার খুবই প্রয়োজন। তখন এগিয়ে আসে ব্যাঙ্গালোরের এক তথ্য-প্রযুক্তি সংস্থা কুডজু ইনফোটেক প্রাইভেট লিমিটেড। সেখানে নিজ কর্মদক্ষতায় আজ উচ্চপদে প্রতিষ্ঠিত সঞ্জীব। আজ ২২তম প্রতিষ্ঠা দিবসে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের সাথে সাথে সঞ্জীবের মতো আরো কিছু দক্ষ মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-স্বাভাবিক জীবনের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে কুডজু ইনফোটেক প্রাইভেট লিমিটেড ছাড়াও আরও কয়েকটি স্থানীয় সংস্থার সাথে গাঁটছড়া বাঁধলো মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেণ্টার। প্রাথমিকভাবে, বছরে ৮ থেকে ১০ জনকে বেকারত্বের হাত থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এই সংযুক্তি। এছাড়াও, প্যানডেমিক পরবর্তী সময়ে রোগীদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেণ্টার হোম সার্ভিসের পাশাপাশি জেলায় জেলায় এই ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এমনকি, সুন্দরবনের প্রত্যন্ত হিঞ্জলগঞ্জ এলাকাতেও নিকট ভবিষ্যতে এই সেণ্টারের শাখা চালু হতে যাচ্ছে। ২২তম প্রতিষ্ঠা দিবস স্মরণীয় করে রাখতে মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেণ্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান চিকিৎসক ডাঃ মৌলি মাধব ঘটক সাংবাদিকতা পেশার সাথে যুক্ত সকলের প্রয়োজনে পেন ম্যানেজমেণ্ট বা অন্য কোন ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের সাশ্রয়ী পরিষেবা প্রদানের অঙ্গীকার করেন।

Kolkata: Sanjeev, a young engineer, used to work in an INFORMATION technology company. In an accident, the whole body was paralyzed due to an injury to the neck. In such a situation, he lost his job. The day of the unemployed young man was spent in great physical and mental pain. After 10 long years, Sanjeev also applied for voluntary death. In this situation, after getting the news, the authorities of the Medical Rehabilitation Center brought him to the center and after eight long months of proper treatment, he could not return to a completely normal life, but started working on the computer. He needs to be financially self-sufficient to take care of himself and the family. Kudju Infotech Private Limited, a Bangalore-based IT company, then came forward. Sanjeev has established a high position today due to his own efficiency there. On the occasion of the 22nd Foundation Day today, the Medical Rehabilitation Center has tied up with kudzu Infotech Private Limited and some other local organizations to make some more skilled people like Sanjeev physically and mentally healthy-normal life as well as financially self-reliant. Initially, this attachment is intended to free 8 to 10 people from unemployment in a year. In addition, the Medical Rehabilitation Centre is committed to provide this physical rehabilitation service to the district along with the home service to provide better service to the patients in the post-pandemic period. Even in the remote Hinjalganj area of the Sundarbans, the branch of this center is going to be opened in the near future. To commemorate the 22nd Foundation Day, Dr. Mouli Madhav Ghatak, Founder and Chief Physician of The Medical Rehabilitation Center pledged to provide affordable services of pen management or any other physical rehabilitation to the needs of all those involved in the profession of journalism.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights