উদ্বোধন হলো সমাজসেবীর উদ্যোগে পুজোর মেজাজের নতুন গান “ফিরে পাওয়া “


ইন্দ্রজিৎ আইচঃ বাতাসে শিউলি ফুলের গন্ধ আর উন্মুক্ত মাঠে ময়দানে ফুটে আছে কাস ফুল। আর তার মানেই পুজো আসছে। আর পুজো মানেই নতুন কথা, নতুন সুর আর নতুন গান।পুজো আসতে আরো কিছুদিন বাকি। ঠিক তার আগেই সম্প্রতি লেক ক্লাবে সমাজ সেবীর উদ্দ্যেগে প্রকাশিত হলো আশা অডিওর শারদ অর্ঘ্য  “ফিরে পাওয়া”।
(পুজোর মেজাজের নতুন গান)। এই গানগুলি গেয়েছেন
অমিত কুমার, অলোকা ইয়াগণিক ও কুমার শানু। এই গানের সুর দিয়েছেন শিলাদিত্য ও রাজ। কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, উৎপল ও সোহম। সাউন্ড ডিজাইন করেছেন সোম চক্রবর্তী। আশা অডিও থেকে প্রকাশিত
ফিরে পাওয়া এই ডিজিটাল এলবামটি প্রকাশ করেন জনপ্রিয় সংগীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রশিদ খান ও বিখ্যাত ক্রিকেটার সম্বরণ ব্যানার্জী। মঞ্চে উপস্থিত ছিলেন সমাজ সেবীর প্রধান অরিজিৎ মৈত্র, বেঙ্গল পিয়ারলেস এর সিইও কেতন সেনগুপ্ত, আশা অডিওর কর্ণধার অপেক্ষা লাহিড়ী এবং দুই সুরকার শিলাদিত্য ও রাজ। সকলেই তাদের বক্তব্যে পুজোর গান নিয়ে নস্টালজিক হয়ে ওঠেন। পুরোনো গানের স্মৃতি চারণ করেন ও আশা অডিও ও সমাজ সেবীর এই উদ্যোগ ফিরে পাওয়ার গানের ভূয়সী প্রশংসা করেন। এই বছর সমাজসেবীর পুজো ৭৭ বছরে পদার্পন করলো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রনাম রায়। সব মিলিয়ে আশা অডিওর শারদ অর্ঘ্য  সকলের নজর কাড়বে।

Indrajit Aich: The smell of Shiuli flowers is in the air and Kas flowers are blooming in the open fields. And that means puja is coming. And Pujo means new words, new tunes and new songs. Pujo is just a few days away. Just before that, Asha Audio’s autumn offering “Pheere Pawa” was released recently at the Lake Club in the spirit of Samaj Sevi.
(New Songs in Pooja Mood). Sung these songs
Amit Kumar, Aloka Yaganik and Kumar Shanu. This song is composed by Shiladitya and Raj. Lyrics written by Priya Chattopadhyay, Uppal and Soham. Sound designed by Som Chakraborty. Published by Asha Audio. This recovered digital album was released by popular music artists Pandit Ajay Chakraborty and Ustad Rashid Khan and famous cricketer Sambaran Banerjee. Samaj Sevi chief Arijit Maitra, Bengal Peerless CEO Ketan Sengupta, Asha Audio CEO Thanthi Lahiri and two composers Shiladitya and Raj were present on the stage. Everyone got nostalgic with the puja songs in their speeches. He reminisced about the old songs and praised Asha Audio and Samaj Sevi’s initiative to get back the songs. This year Samajsevi Puja has entered 77th year. The whole program was conducted by Pranam Roy. All in all, Asha Audio’s Sharad Arghya will catch everyone’s attention

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights