মালদা শহরের জঞ্জাল সমস্যার সমাধানে ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র


মালদা, ১৬ সেপ্টেম্বর। মালদা শহরের জঞ্জাল সমস্যার সমাধানে এগিয়ে এলো ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। প্রাথমিক পর্যায়ে শহরের বিভিন্ন বাজার এলাকা গুলিতে শাকসবজি জাতীয় যেগুলি জঞ্জালের হিসাবে জমা থাকবে, সেগুলি সংগ্রহ করে রিসাইকেলের মাধ্যমে জৈব সার তৈরীর প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। শুক্রবার দুপুরে মালদা প্রেস কর্ণারে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার বিজেপি কাউন্সিলার সুতপা মুখার্জি, কৃষ্ণা নাথ প্রমূখ।
এদিন বিধায়ক বলেন, মালদা একটি গারবেজ প্রোডাকশন ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে। সেখানে প্রতিদিন ৭৫০ কেজি গারবেজ রিসাইকেলের মাধ্যমে জৈব সার হিসেবে তৈরি করা যাবে। বর্তমানে ২০০ থেকে ২৫০ কেজি গারবেজ সংগ্রহ করার পর রিসাইকেলিং- এর মাধ্যমে জৈব সার তৈরির প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে‌ । আগামী ২৬ সেপ্টেম্বর এই প্রকল্পের কর্মসূচি জনসমক্ষে তুলে ধরা হবে। রেল বোর্ডের উদ্যোগে মূলত এই গার্বেজ প্রক্রিয়াকরণের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে মালদা শহরের বেশ কিছু এলাকার যেগুলো নষ্ট হয়ে যাওয়া শাকসবজি রাস্তায় পড়ে থাকে, সেগুলি জঞ্জাল হিসাবে সংগ্রহ করার পর তা থেকে রিসাইকেলিং – এর মাধ্যমে জৈব সার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

Malda, September 16. Englishbazar MLA Srirupa Mitra Chowdhury has come forward to solve the problem of garbage in Malda city. Bjp MLA Srirupa Mitra Chowdhury said that in the initial phase, the process of making organic fertilizers will be done through recycling of vegetables which will be stored as garbage in various market areas of the city. Mla Srirupa Mitra Chowdhury held a press conference at Malda Press Corner on Friday afternoon. He was accompanied by BJP councillors sutapa Mukherjee and Krishna Nath of Englishbazar municipality. “A garbage production management has been set up in Malda. There, 750 kg of garbage can be made as organic fertilizer through recycling every day. At present, after collecting 200 to 250 kg of garbage, the process of making organic fertilizer through recycling has started. The programme of the project will be made public on September 26. The work of processing this garbage has been started mainly at the initiative of the Railway Board. In the meantime, in several areas of Malda city, which are lying on the roads, there is a plan to make organic fertilizers through recycling after collecting them as garbage.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights