মুক্তি পেল মিউজিক ভিডিও মা এলো ঘরে


কলকাতা প্রেস ক্লাবঃ উৎসব মরশুমের প্রাক মুহুর্তে ‘রাগা মিউজিক’ থেকে মুক্তি পেল গায়ক অমিতবন্ধু ঘোষের গানের সঙ্কলন ‘মা এলো ঘরে’। ১৫/০৯/২০২২ ‘কোলকাতা প্রেস ক্লাব’-এ সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, রাগা মিউজিকের অন্যতম নির্দেশক প্রেমকুমার গুপ্তা ও গায়ক অমিতবন্ধু ঘোষের উপস্থিতিতে এক নাতিদীর্ঘ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুজোর গান রূপে উন্মোচিত হল ‘মা এলো ঘরে’ নামাঙ্কিত এক কমপ্যাক্ট ডিস্ক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাপস রায় বহুল প্রচলিত এক উদ্ধৃতি স্মরণ করে যেমন বলেছেন, “যিনি ফুল, শিশু ও গান ভালোবাসেন না তিনি আর যাইহোক মানুষ নন।” তেমন ভাবে সৌগত রায় বলেছেন, “উৎসবের মরশুমে এই ধরণের আগমনী মূলক গান পশ্চিমবঙ্গের জনগণকে নিঃসন্দেহে আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।” রাগা মিউজিক-এর তরফ থেকে জানানো হয়েছে, “মা এলেন ঘরে নামাঙ্কিত মিউজিক ভিডিও-তে রয়েছে ‘মা এলো ঘরে’ এবং ‘বাংলা আমার ছেলেবেলা’ শীর্ষক দ‘ দুটো গান।”
অপর পক্ষে গায়ক অমিতবন্ধু ঘোষ বলেছেন, “গান দুটো সঙ্গীত প্রেমীদের আনন্দ দিতে পারলেই আমার শ্রম স্বার্থক হবে।”

Kolkata: Singer Amitbandhu Ghosh’s compilation of songs ‘Maa Elo Ghore’ has been released from ‘Raga Music’ on the eve of the festival season. On 15/09/2022, a compact disc named ‘Maa Elo Ghore’ was unveiled as a puja song at the Kolkata Press Club in the presence of MP Saugata Roy, MLA Tapas Roy, one of the directors of Raga Music Prem Kumar Gupta and singer Amitbandhu Ghosh. Tapas Roy, who was present at the opening ceremony, recalled a widely quoted quote as saying, “One who does not love flowers, children and music is no longer a human being anyway.” Saugata Roy said, “I believe that this kind of agasmic songs will undoubtedly bring joy to the people of West Bengal during the festive season. Raga Music said, “The music video titled ‘Maa Ellen Ghare’ has two songs titled ‘Maa Elo Ghore’ and ‘Bangla Amar Boybela’. ”
Singer Amitbandhu Ghosh, on the other hand, said, “My hard work will be beneficial if the two songs can bring joy to music lovers. “

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights