জলে থৈ থৈ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর


মালদা: জলে থৈ থৈ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। জরুরি বিভাগ থেকে শুরু করে একাধিক বিভাগ জলমগ্ন। সমস্যায় রোগী,রোগীর পরিবারবর্গ এবং স্বাস্থ্যকর্মীরা। জলমগ্ন শহরের রথবাড়ি সবজি বাজার থেকে শুরু করে নেতাজি পৌর মার্কেটের একাধিক দোকান। জল ঢুকে গেছে একাধিক দোকানে। উল্লেখ্য মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টির জেরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি শহরের রথবাড়ি সবজি বাজার এবং নেতাজি পৌর মার্কেটের একাধিক দোকানে জল ঢুকে যায়। মালদা শহরের রথবাড়ি সবজি বাজার হাঁটু জলে পরিণত হয়েছে। অনেক ব্যবসায়ীর সবজি জলে ভেসে গেছে। ফলে কার্যত সকাল থেকেই ব্যবসা-বাণিজ্য বন্ধ রথবাড়ি সবজি বাজারের ব্যবসায়ীদের। তার পাশাপাশি নেতাজি পৌর মার্কেটের একাধিক দোকানে জল ঢুকে যায়। হাঁটু জলেই দাঁড়িয়ে থেকে ব্যবসা-বাণিজ্য করতে দেখা গেল ব্যবসায়ীদের। অন্যদিকে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাঁটু জল। তার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে গেছে।

Malda: Malda Medical College Hospital premises are in the water. Starting from the emergency department, several departments are submerged. Patients, patients’ families and health workers in trouble. From Rathbari vegetable market to Netaji Municipal Market in the waterlogged city, several shops. Water entered several shops. It is to be noted that due to torrential rains since Tuesday night and early Wednesday night, water entered several shops in Malda Medical College Hospital as well as Rathbari Vegetable Market and Netaji Municipal Market in the city. The Rathbari vegetable market in Malda town has turned into knee-deep water. Many traders’ vegetables have been washed away in the water. As a result, the traders of Rathbari vegetable market have been closed since morning. Along with this, water entered several shops in Netaji Municipal Market. Traders were seen doing business by standing in knee-deep water. On the other hand, malda medical college hospital premises are submerged. Knee water in front of the emergency department of Malda Medical College Hospital. Along with this, water has entered various wards.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights