সুচেতনার উদ্যোগে নবদ্বীপে অনুষ্ঠিত হলো পঞ্চম রাজ্য শ্রব্য নাট্য উৎসব…


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ ১৮ ই সেপ্টেম্বর ২২,নবদ্বীপ বকুলতলা প্রাক্তনী ভবনে চৈতন্য সেমিনার হলে অনুষ্ঠিত হল সারা বাংলা শ্রব্য নাট্য উৎসব। নবদ্বীপ সুচেতনা বাচিক শিল্প চর্চা কেন্দ্রের সহযোগিতায় শ্রুতি দিগন্ত আয়োজিত পঞ্চম রাজ্য শ্রব্য নাট্য উৎসব। এদিন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করলেন বেতার শিল্পী প্রসূন স্বর্ণকার সভাপতি শ্রুতি দিগন্ত। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে মঙ্গলাচরণ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গণদ্বীপ বিশ্বাস। এরপর মাননীয় অতিথি বৃন্দদের পুষ্প স্তবক স্বারক দিয়ে বরণ করে নেন নবদ্বীপ সুচেতনার কর্ণধার দেবাশীষ নন্দী ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণীর নাট্য অভিনেতা ,পরিচালক প্রসূন সরকার ও তপন পাল বলাকা চন্দ্র । এবারের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ১২ টি নাট্য সংস্থা অংশ গ্রহণ করে।

Gopal Biswas, Nadia: On September 18, 2019, the All Bengal Shravya Natya Festival was held at The Chaitanya Seminar Hall at Nabadwip Bakultala Purba Bhaban. Shruti Diganta is the fifth State Shravya Natya Festival organized by Nabadwip Suchetna Bachik Art Practice Centre in association with the Centre for Art Practice. Radio artist Prasoon Swarnakar President Shruti Diganta lit the lamp on the occasion. At the beginning of the program, noted singer Ganadwip Biswas performed mangalacharan. Later, Debashish Nandi, the owner of Nabadwip Suchetna, received the guests with a bouquet of flowers.  Akashvani’s drama actor, director Prasun Sarkar and Tapan Pal Balaka Chandra were present on the occasion. A total of 12 theatre organisations from different districts of the state participated in the event.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights