আতসবাজি দিয়ে তৈরি হচ্ছে মালদায় ২০২২-র দেবী দূর্গা


মালদা- আতসবাজি দিয়ে তৈরি করছেন দেবী দূর্গা। প্রতিমার মাটির প্রলেপের উপর থাকছে আতসবাজির কারুকার্য। তুবড়ি, চড়কি, রকেট, চকলেট বোমা ও নাগিন আতসবাজি সহ বিভিন্ন প্রকার বাজি পটকা ব্যবহার করা হচ্ছে প্রতিমার সাজে। বাজির বারুদ বার করে প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে। মালদহ শহরের হাটখোলা সার্বজনীন দুর্গাপূজোর মন্ডপে দেখা যাবে এই আতসবাজির দেবিদূর্গা। শব্দ দূষণ নিয়ে সচেতন করতে শিল্পীর এমন ভাবনা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। এই চিন্তাভাবনা থেকেই মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন চিন্তা ভাবনা। আতসবাজি পোড়ানোর ফলে শব্দ দূষণের সাথে বায়ু দূষণ ব্যাপক ভাবে হয়ে থাকে। শব্দবাজি ছাড়াও যে উৎসব হয়, সেই বার্তা দিতেই শিল্পীর এমন চিন্তা ভাবনা। থিমের নাম ‘নিঃশব্দে আলোকের ঝর্ণা ধারা’। এই থিমের মাধ্যমে আতসবাজির ক্ষতির দিক গুলো তুলে ধরা হবে। বাজি পটকা দূর্গা প্রতিমা তৈরির পাশাপাশি সচেতনতার বার্তা দিতে থাকছে বিভিন্ন মডেল। শব্দবাজি সংক্রান্ত বিভিন্ন দিক গুলো তুলে ধরা হবে মডেলের মধ্যে দিয়ে।

Malda- Goddess Durga is making with fireworks. There is fireworks on the clay coating of the idol. Various types of baji patkas are being used in the decoration of the idol, including tubri, charki, rocket, chocolate bomb and nagin fireworks. The gunpowder of the bet is being taken out and used in the decoration of the idol. This fireworks debidurga can be seen in the Hatkhola Sarvajanik Durga Puja mandap in Malda city. The artist’s idea is to make people aware of noise pollution. This initiative is to raise awareness among the common people. From this thought, the idea of the potter Sushanta Sarkar is such a thought. Air pollution is widespread along with noise pollution due to burning of firecrackers. Apart from the sound, the artist’s thinking is to give the message that the festival takes place. The name of the theme is ‘The fountain stream of light in silence’. Through this theme, aspects of the damage of fireworks will be highlighted. In addition to making baji patka Durga idols, various models are going to give a message of awareness. Various aspects related to sound will be highlighted through the model.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights