বাড়ির সামনে অবৈধভাবে জুয়োর ঠেকের প্রতিবাদ করায়, শ্লীলতাহানি ও বাড়ি ভাংচুর দূস্কৃতিদের


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ ফের নদীয়ায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় দূস্কৃতিদের তান্ডবের শিকার প্রতিবাদী। বাড়ির সামনে অবৈধ ভাবে জুয়োর ঠেক ও মদ্যপানের প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়ি ভাংচুর ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ এলকার কিছু দূস্কৃতিদের বিরুদ্ধে। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের ডাবরে পাড়া এলাকায়। অভিযোগ বাড়ির সামনে ওই এলাকারই কয়েকজন যুবক প্রায় নিত্যদিন জুয়ার আসর বসায়। শুধু তাই নয় চলে মদ্যপান এবং অশ্লীল ভাষায় গালিগালাজ। গত রাতে মূলত তার প্রতিবাদ করাতেই এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। এরপরে বাড়িতে ঢুকে চালানো হয় ভাঙচুর। পাথর ছুঁড়ে বাড়ির টালি ভেঙে দেওয়া হয়। এই প্রথম নয় এর আগেও প্রতিবাদ করতে গেলে ওই এলাকার একাধিক ব্যক্তিকে মারধর করে অভিযুক্ত ওই যুবক। অবশেষে এদিন ওই অভিযুক্তর বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ওই পরিবার। এলাকাবাসী চাইছেন যত দ্রুত সম্ভব আইনের মাধ্যমে ওই অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।

Gopal Biswas, Nadia: The protesters are the victims of the evil-doers for protesting against the anti-social activities in Nadia again. Some miscreants in Elka have been accused of vandalizing the house of the protester and molesting women for protesting against illegal gambling and drinking in front of the house. The incident took place in Dabre Para area of Ward No. 17 of Shantipur Municipality in Nadia. It is alleged that in front of the house, some youths of the same area sit in gambling almost every day. Not only that, there is alcoholism and abusive language. Last night, a woman was allegedly beaten up while she was protesting. The house was then vandalized. The tile of the house was broken by throwing stones. This is not the first time that the accused has beaten up several people in the area when he went to protest. Finally, the locals lodged a written complaint against the accused with Shantipur Police Station. The family is living in extreme fear. Locals want the accused to be given appropriate punishment through the law as soon as possible. After receiving the complaint, the police administration of Shantipur Police Station is investigating the incident.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights