ন্যূনতম বেদনাদায়ক কার্ডিয়াক সার্জারির মাধ্যমে নতুন জীবন দিল অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস


[8:21 pm, 20/09/2022] Ghosh Subho: আশি ঊর্ধ্ব লোকেদের ন্যূনতম বেদনাদায়ক কার্ডিয়াক সার্জারির মাধ্যমে নতুন জীবন দিল অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস, কলকাতা* চিকিৎসার ট্রমা যেন রোগের ট্রমার চেয়ে বেশি না হয়
কলকাতা,২০সেপ্টেম্বর অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস কলকাতা ন্যূনতম বেদনাদায়ক কার্ডিয়াক সার্জারি (MICS) করে তিনজন আশি ঊর্ধ্ব মানুষকে নতুন জীবন দিল। MICS হল হৃদপিণ্ডে অস্ত্রোপচারের এক নতুন পথ, যার একগুচ্ছ সুবিধা রয়েছে। প্রথাগত ওপেন হার্ট সার্জারির জন্য ৮ থেকে ১০ ইঞ্চি কাটার বদলে এই সার্জারিতে ১.৫ থেকে ৩ ইঞ্চি কাটলেই কাজ হয়ে যায়। MICS কম বেদনাদায়ক এবং প্রায় ক্ষতবিহীন। এই সার্জারির পর সেরে ওঠা যায় তাড়াতাড়ি। ওই বয়সে বাইপাস হার্ট সার্জারি না করাই ভাল, কারণ একটা বড় সার্জারি খুব মসৃণভাবে হয় না আর MICS-এর মাধ্যমে দুজন রোগীরই মাল্টি ভেসেল গ্রাফটিং করা হয়েছিল এবং দুজনেই দুদিনের মধ্যে হাঁটাহাঁটি শুরু করেন। স্বাভাবিক রুটে কার্ডিয়াক সার্জারি করলে এটা ভাবাই যায় না এই উপলক্ষে ডাঃ সুষণ মুখোপাধ্যায়, ডিরেক্টর, কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জেন, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস বললেন “৪০০০-এর বেশি MICS করার রেকর্ডসম্পন্ন অ্যাপোলোর ডাক্তাররা ন্যূনতম হস্তক্ষেপ করে কার্ডিয়াক সার্জারির আমরা MICS-এর মাধ্যমে ট্রান্স-ক্যাথিটার এওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট (TAVI) করি। তিনি ৪৮ ঘন্টায় পুরোপুরি সেরে ওঠেন। আরও চেক-আপে দেখা গেছে তাঁর হৃদপিণ্ডের কাজে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি স্বাভাবিক জীবন কাটাচ্ছেন।”
আগে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং (CABG), ভালভ সারাই অথবা প্রতিস্থাপন, হৃদপিণ্ডের ছিদ্র বন্ধ করা ইত্যাদিতে ওপেন সার্জারিই ছিল একমাত্র সমাধান। বিশেষভাবে তৈরি সার্জিকাল সরঞ্জাম দিয়ে। ভারতের মোট মৃত্যুর ১৪.৫% হার্ট অ্যাটাকে হয় এবং MICS CABG বা কিহোল বাইপাস করোনারি আর্টারি ডিজিজের রোগীদের জন্য একটা সমাধান হিসাবে উঠে এসেছে। এই সার্জারিগুলো নিরাপদে করতে পারার ব্যাপারে যেসব সন্দেহের জায়গা ছিল, সেগুলো এড়ানো গেছে। যদি MICS নিয়মিত প্রক্রিয়া হিসাবে সব জায়গায় চালু করা হয়, তাহলে মানুষ অ্যাঞ্জিওপ্লাস্টির চেয়ে MICS বাইপাসের দিকেই বেশি ঝুঁকবেন এবং ১৪.৫% সংখ্যাটা অবশ্যই বদলাবে। রুটিন মাল্টি-ভেসেল বাইপাস মৃত্যুর সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে ফেলবে।
প্রথাগত ওপেন হার্ট সার্জারির তুলনায় MICS-এর অনেকগুলো বাড়তি সুবিধা রয়েছে:
• কোনো হাড় কাটা হয় না।
• রক্তপাতের পরিমাণ অগ্রাহ্য করার মত, ফলে রক্ত দেওয়ার প্রয়োজন হয় না। রক্তবাহিত রোগ হওয়ার সম্ভাবনাও থাকে না।
• আঘাত বা অস্ত্রোপচারের পরে ফুসফুসে সংক্রমণের পরিমাণ কমে যায়। তাই এই সার্জারি ডায়বেটিসের রোগী বা সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা দুর্বল এমন রোগীদের জন্য আদর্শ
• যে ছিদ্রটা করা হয় তা একেবারেই ছোট, মাত্র ২-৩ ইঞ্চির। ফলে হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে এটা বোঝা অসম্ভব হয়ে পড়ে।

[8:21 pm, 20/09/2022] Ghosh Subho: Apollo Multispecialty Hospitals, Kolkata has given a new lease of life to people above 80 years of age with minimally painful cardiac surgery. Apollo Multispecialty Hospitals Kolkata has given a new lease of life to three people above 80 years of age by performing minimal painful cardiac surgery (MICS). MICS is a new way of surgery on the heart, which has a number of benefits. Instead of cutting 8 to 10 inches for traditional open heart surgery, this surgery works by cutting 1.5 to 3 inches. MICS is less painful and almost woundless. After this surgery, you can recover quickly. It is better not to have bypass heart surgery at that age, because a major surgery is not done very smoothly and both patients underwent multi-vessel grafting through MICS and both started walking within two days. It is not possible to think of cardiac surgery on a normal route. Speaking on the occasion, Dr. Sushan Mukherjee, Director, Cardio Thoracic and Vascular Surgeon, Apollo Multispecialty Hospitals said. “Apollo doctors with a record of performing more than 4,000 MICS have minimal intervention in cardiac surgeries. We perform trans-catheter aortic valve replacement (TAVI) through MICS. He fully recovered in 48 hours. Further check-ups showed a significant improvement in his heart function and he was living a normal life. ”

Earlier, open surgery was the only solution to coronary artery bypass grafting (CABG), valve repair or replacement, closing the hole in the heart, etc. With specially made surgical equipment. Heart attacks account for 14.5% of india’s total deaths and MICS CABG or Keyhole bypass has emerged as a solution for patients with coronary artery disease. Doubts about being able to perform these surgeries safely have been avoided. If MICS is introduced everywhere as a regular procedure, people will be more inclined towards MICS bypass than angioplasty, and the 14.5% number will definitely change. Routine multi-vessel bypass will significantly reduce the chances of death.

MICS has many additional benefits compared to traditional open heart surgery:
• No bones are cut.
• The amount of bleeding is similar to ignoring, so there is no need to give blood. There is also no possibility of getting a blood-borne disease.
• The amount of infection in the lungs decreases after an injury or surgery. So this surgery is ideal for patients with diabetes or patients whose ability to resist infection is weak.
• The hole that is made is very small, only 2-3 inches. As a result, it becomes impossible to understand that the heart surgery has been done.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights