ICDS সেন্টার গুলিতে মোবাইল সেট সহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে পূর্ব মেদিনীপুর ডিএম অফিসে বিক্ষোভ


তমলুক, ২০/৯/২২; সুসংগত শিশু বিকাশ প্রকল্পের কাজের জন্য একটি অ্যাপস চালু করা হয়েছে। যার নাম পোষণ ট্রেকার। এই কাজের জন্য সকল অঙ্গনওয়াড়ী কর্মীদের সরকারিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট দেওয়ার কথা । প্রতিশ্রুতি মতো ১৭ই সেপ্টেম্বরে এই ফোন পেয়ে যাওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার এখনো সেই অ্যান্ড্রয়েড ফোন না দেওয়ার কারণে আজ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার ডিপিও’র নিকট বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় । এই ডেপুটেশনে জেলার বিভিন্ন ব্লকের প্রজেক্ট থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী সহায়ক অংশগ্রহণ করে। প্রথমে নিমতৌড়ি হাই রোড মোড় থেকে মিছিল করে ডিএম অফিসে বিক্ষোভ দেখায়। সেখানে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি’র পক্ষে লীলা সী, জ্ঞানানন্দ রায় ও জেলা সম্পাদিকা পূর্ণিমা দণ্ডপাঠ প্রমূখ। স্মারকলি লিপি গ্রহণ করে প্রকল্প আধিকারিক ডিপিও জানান, মোবাইল হ্যান্ডসেট দেওয়া হবে। কিন্তু কিছু সময় লাগবে, যতক্ষণ না দেওয়া যাচ্ছে ধীরেসুস্থে কাজ চালানোর আবেদন জানান তিনি। তিনি আরও বলেন, কারুর উপর যাতে অযথা চাপ তৈরি না হয় তা তিনি দেখবেন। অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের নানান দাবি পূরণের উদ্দেশ্যে আগামী দিনের বৃহত্তর কর্মসূচিতে আগামী ১৪ নভেম্বর কলকাতায় শ্রমিক বিক্ষোভে সামিল হওয়ার জন্য আহ্বান জানান জ্ঞানানন্দ রায়।

Tamluk, 20/9/22; An app has been launched for the work of the Coherent Child Development Project. Whose name is The Trekker. For this work, all anganwadi workers are supposed to be given Android mobile handsets officially. As promised, the phone was supposed to be received on September 17. But as the state government is yet to provide the Android phone, today the AIUTUC-affiliated West Bengal Anganwadi Workers and Helpers Union staged a protest and deputation to the DPO of Purba Medinipur district. About 500 employee helpers from projects in different blocks of the district participated in this deputation. At first, a procession was taken out from Nimtauri High Road intersection and protested at the DM’s office. On behalf of AIUTUC, Leela Si, Gyanananda Roy and district secretary Purnima Dandapath, among others, addressed the protest meeting. Receiving the memorandum, the project officer DPO said that mobile handsets will be given. But it will take some time, until it is given, he appealed to work slowly. He also said that he will see to it that there is no unnecessary pressure on anyone. Gyanananda Roy called upon the workers to join the workers’ protest in Kolkata on November 14 in a larger program in the coming days to fulfill the various demands of the women workers and helpers.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights