INIFD Saltlake পূজোর প্রাক্কালে বনেদী বাড়ির পূজো নিয়ে প্রদর্শনী


কলকাতা শুভ ঘোষের রিপোর্টঃ ইউনেস্কোর পক্ষ থেকে বাংলার দূর্গ পূজো হেরিটেজের আখ্যার পর, ২০২২-এর বাংলার পূজো যে খানিকটা অন্যরকম সে কথা বলাই যায়। তবে পূজো মানে থিমে ভাসা নয় বাংলার ঐতিহ্যবাহী বনেদী বাড়ির পূজো গুলোকেও প্রাধান্য দেওয়া। বাংলার ঐতিহ্যপূর্ণ বনেদী বাড়ির পূজো ও তাদের সাবেকীয়ানা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফ্যাশন ও ইনটিরিয়র ডিজাইনের প্রশিক্ষণ কেন্দ্র INIFD Saltlake ছাত্রছাত্রীদের স্বচেষ্টায় পূজোর প্রাক্কালে বনেদী বাড়ির পূজো নিয়ে সেপ্টেম্বর এক দিনের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করল INDISCAPE 2022। এই প্রদর্শনীর শুভারম্ভে বাংলার ঐতিহ্য বহনকারী কলকাতার বনেদী দুই বাড়ি ‘দাঁ বাড়ি’ ও ‘বসুমল্লিক বাড়ির’ পূজোর ওপর একটি তথ্যচিত্র দেখানো হয় এবং এর উপরই বিভিন্ন ফটো ও পেন্টিং এর প্রদর্শনী ঘুরে দেখানো হয় উপস্থিত বিশেষ অতিথিদের । প্রদর্শনী দেখতে উপস্থিত ছিলেন, INIED Saltlake এর সেন্টার ম্যানেজার অর্ণব রায়, উক্ত সংস্থার ইন্টিরিয়ার ডিজাইন ডিপার্টমেন্টের মুখ্য আধিকারিক শ্রীময়ী ঘোষ, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য্য, লেখক কিঞ্জল বোস, আইনজীবী যতীন্দ্র মল্লিক, মৃৎশিল্পী মিন্টু পালের কন্যা সহ অন্যান্যরা।

Kolkata Shuvo Ghosh’s report: After unesco’s description of bengal’s fort worship as a heritage, it can be said that the puja of Bengal in 2022 is a bit different. However, puja does not mean floating in the theme, but also giving priority to the pujas of the traditional Banedi house of Bengal. INDISCAPE 2022, a training centre for fashion and interior design, organized a one-day exhibition in September 2022 with the worship of Banedi Ghar on the eve of the puja of the students. At the beginning of the exhibition, a documentary was shown on the worship of ‘Dan Bari’ and ‘Basumallik Bari’, the two houses of Banedi in Kolkata, which carry the tradition of Bengal, and on this, the exhibition of various photos and paintings was shown to the special guests present. Arnab Roy, Centre Manager of INIED Saltlake, Sreemoyee Ghosh, Chief Officer of the Interior Design Department of the company, journalist Ritabrata Bhattacharya, writer Kinjal Bose, lawyer Jatindra Mallick, daughter of potter Mintu Pal and others were present to see the exhibition.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights