প্রথা মেনে মহালয়ায় মায়ের চক্ষু দান হয় ২৬০ বছরের নবদ্বীপের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোয়…


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ হাতে গোনা কয়েকটা প্রহরের অপেক্ষা, বাঙ্গালী মাতবে দূর্গা পুজোয়। বারোয়ারী থেকে বনেদি বাড়ির পুজো, সবেতেই চরম ব্যাস্ততা, কোথায় পুজোর উদ্বোধন হবে চতুর্থীতে কোথাও পঞ্চমি তিথিতে, তাই হাতে সময় কম, মন্ডপ, থেকে প্রতিমা শিল্পী সকলেই ব্যাস্ত শেষ মুহূর্তের কাজে। পাশাপাশি বনেদি বাড়ির পুজো গুলোতেও চলছে চরম ব্যাস্ততা, আর বেশির ভাগ বনেদি বাড়ির পুজো মানেই কিছু না কিছি ব্যাতিক্রমি, ও ঐতিহ্য থাকবেই। ঠিক তেমনই নবদ্বীপ শহরের দন্ডপানি তলা এলাকার বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোতেও রয়েছে একাধিক ঐতিহ্য, রীতিনীতি, এ বছর পুজো ২৬০ বছর অতিক্রম করেছে বলে জানায় পুজোর দায়িত্বে থাকা পরিবারের সদস্য, আশিস বন্দ্যোপাধ্যায় , তিনি আরও বলেন তাদের এই দীর্ঘ দিনের ঐতিহ্য গুলো আজও বজায় রয়েছে, বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোর শুরুটা হয় উল্টো রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে, তার পর ধীরে ধীরে মায়ের মূর্তী গড়া, সবটাই নিয়ম নিষ্ঠার সাথে হয়। চিরা চরিত প্রথা অনুযায়ী
মহালয়া র পূণ্য লগ্নে হয় দেবির চক্ষু দান, পুজোর সপ্তমী থেকে নবমী প্রতিদিনই মায়ের ভোগ হয় আমিশ ভোগ, মাছ দিয়ে।

নবমীর দিন রান্না করা মায়ের ভোগ রেখে দিয়ে দশমীর দিন, পান্তা ভোগ দিয়ে প্রসাদ পেয়ে মাকে বিদায় জানায় পরিবারের সকলে। পরিবারের সদস্য জানান একান্নবর্তী পরিবার হলেও কর্ম সূত্রে প্রায় বেশির ভাগ সদস্য কেই বাইরে থাকতে হয় কিন্তু পুজোতে সকলে একসাথে মিলিত হয়ে মায়ের বোধন থেকে বিসর্জন পর্যন্ত একযোগে কাজ করে, আনন্দ ভাগ করে নেয়।পাশাপাশি পুজোর দালানে সবটাই ইট -পাথরের হলেও মায়ের আসন থেকে পুজোর জায়গা সবটাই মাটির, আর এটা প্রতম থেকেই আছে বলে সময়ের সাথে বহু কিছু বদলালেও এটা এখনো একি আছে, ঠিক তেমনি মৃৎশিল্পী র ক্ষেত্রেও একি ধারা বজায় আছে, যে মৃৎশিল্পী বর্তমানে প্রতিমা তৈরী করছে তিনি বলেন এই বন্দ্যোপাধ্যায় বাড়িতে বংশ পরম্পরায় তারাও প্রতিমা তৈরির কাজ করে আসছেন। সব মিলিয়ে দুর্গা পুজোকে ঘিরে বারোয়ারী গুলো যেমন তৈরি হচ্ছে তেমনি পাল্লা দিয়ে বনেদি বাড়ির পুজো গুলোও তৈরি হচ্ছে।

Gopal Biswas, Nadia: Waiting for a few prahars in hand, Bengalis will celebrate Durga Puja. From barwari to banedi ghar puja, there is extreme busyness, where the puja will be inaugurated on panchami tithi somewhere on the fourth day, so there is less time in hand, from the mandap, to the idol artists, everyone is busy in the last minute work. At the same time, there is a lot of busyness in the pujas of Banedi Ghar, and the worship of most of the Banedi houses means that there will be some exceptional, and tradition. In the same way, there are many traditions, customs, this year’s puja has passed 260 years, said Ashish Banerjee, a member of the family in charge of the puja, adding that their long-standing tradition continues even today. It’s all about the rules. According to the tradition of chira charit In the auspicious lagna of Mahalaya, the eyes of the goddess are donated, from the saptami of the puja to the ninth day, the mother enjoys amish bhog, with fish.

On the day of Dashami, everyone in the family bid farewell to the mother by getting prasad with panta bhog, leaving the mother’s bhog cooked on the day of Navami. According to the family members, most of the members have to stay out for work, but in the puja, everyone comes together and works together from the mother’s bodhan to the immersion, sharing the joy. Apart from this, all the bricks and stones in the puja building, but from the mother’s seat to the place of worship, all the places of worship are clay, and since it is there from the beginning, it is still the same with the time, as well as in the case of the potter, the potter who is currently making the idol, he said that they have also been working to make idols in this Banerjee house for generations. All in all, as the barwaris are being made around Durga Puja, the pujas of Banedi Ghar are also being made with the scale.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights