নবদ্বীপ তথা রাজ্য বাসীকে আগাম সারদ শুভেচ্ছা তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নবদ্বীপে ঝটিকা সফরে তারকা তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোরামা তলায় এদিন আনুমানিক বিকেল চারটে সময় আসেন তৃণমূল তারকা বিধায়ক লাভলি মৈত্র। প্রথমে তিনি পোড়ামা মন্দিরে পুজো দেন, পরে ভবতারিণী মন্দিরেও দর্শন করে ও পুজো দেয়। সেই সাথে পোড়াম প্রাঙ্গনে স্থানীয় দোকানেও সাধারণ মানুষের সাথে মিশে কেনা কাটা করতেও দেখা যায় তাকে। উল্লেখ্য এ দিন তিনি মূলত পূব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে তন্তুজে আসেন, লাভলি মৈত্র সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অনেকে। পরে তিনি নবদ্বীপে আাসেন। নবদ্বীপে পোড়াম তলায় পুজো দিয়ে জাবার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন নবদ্বীপে তিনি আগেও এসেছেন, আবার আসলে মাকে পুজো দিলেন তার খুব ভাল লেগেছে। পাশাপাশি তিনি বলেন করোনা কাটিয়ে এবার স্বাভাবিক ছন্দে ফিরছে দুর্গা পুজো, সকলের পুজো ভাল কাটুক। তিনি নবদ্বীপ তথা রাজ্য বাসীকে দুর্গা পুজো তথা শারদীয়ার আগাম শুভেচ্ছাও জানান। তারকা বিধায়ককে দেখতে পোড়ামা প্রাঙ্গণে সাধারণ মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সাধারণ মানুষের সাথে নিজস্বী তোলেন লাভলি মৈত্র।

Gopal Biswas, Nadia: Star Trinamool MLA Lovely Moitra on a quick visit to Nabadwip. Trinamool’s star MLA Lovely Moitra arrived at Porama Tala, the heart of Nabadwip town, at around 4 pm. First, he offered prayers at the Porama temple, then visited the Bhavtarini temple and offered prayers. At the same time, he is also seen shopping with the common people in the local shop on the premises of Poram. It is to be noted that on this day, he had come to Tantuj at Serampore in Purbasthali No. 1 block of Purba Bardhaman, where Lovely Maitra was present there, including state minister Swapan Debnath and many others. Later, he came to Nabadwip. While going to the media after offering prayers on the terrum floor of Nabadwip, he said that he had come to Nabadwip before, and in fact, he liked the worship of his mother. At the same time, he said that Durga Puja is returning to normal rhythm after overcoming Corona, let everyone’s puja be done well. He also greeted the people of Nabadwip and the state in advance of Durga Puja and Shardiya. There was a crowd of common people in the Terrama premises to see the star MLA. Along with this, Lovely Maitra took selfies with the common people.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights