ইরানে মৌলবাদী সরকারের দমন-পীড়ন থেকে মুক্তির দাবিতে সেদেশের নারীদের বীরত্বপূর্ণ লড়াইয়ের সমর্থনে তমলুকে সংহতি জ্ঞাপন মিছিল করলো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন:


তমলুকঃ সম্প্রতি ইরানি এক মহিলা হিজাব না পরায় সে দেশের নীতি পুলিশ তাকে লকাপে পিটিয়ে মেরে ফেলে। ইরানের মৌলবাদী এই সরকারের বিরুদ্ধে ঐ দেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ওই দেশের মহিলারা। সারা বিশ্বে এই প্রতিবাদের ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের(AIMSS) উদ্যোগে মহিলাদের এই বীরত্বপূর্ণ লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে ভারতবর্ষ জুড়ে সংহতি দিবস ও মিছিল সংগঠিত করছে। আজ মানিকতলা মোড়ে সংগঠনের তরফে সংহতি মিছিল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ এলাকায় পরিক্রমা করে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সহ-সভাপতি শীলা দাস, জেলা সম্পাদক মন্ডলী সদস্য বেলা পাঁজা, প্রতিমা জানা, হাফেজা খাতুন প্রমূখ।

Tamluk: Recently, an Iranian woman was beaten to death by the policy police of that country for not wearing a hijab. Iran’s women have been staging massive protests against the fundamentalist government in the country. This wave of protests is being seen all over the world. The All India Mahila Sanskritik Sangathan (AIMSS) is organising solidarity days and processions across India in solidarity with this heroic struggle of women. Today, at Maniktala intersection, a solidarity march on behalf of the organization circled the foothills of the statue of Matangini Hazra. District Vice-President Of The Organization Sheela Das, District Secretary Mandali Member Bela Panja, Pratima Jana, Hafeza Khatun and others led the program.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights