ভিন্ন ভাবনায় নবদ্বীপে আনন্দ ময়ী পুজো কমিটির সেবিকা সন্মাননা জ্ঞাপন


গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ নবদ্বীপ ধাম মন্দির নগরী হওয়ার সুবাদে বছর ভর ভক্ত সমাগমে জমজমাট থাকে, পাশাপাশি সারা বছর বিভিন্ন অনুষ্ঠান হয়েই থাকে। নবদ্বীপের জাতীয় উৎসব হিসেবে রাস উৎসবকেই ধরে নবদ্বীপের সিংহ ভাগ সাধারণ মানুষ। কিন্তু গত কয়েক বছরে নবদ্বীপ শহরের বুকে বঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসবকে ঘিরে এক আলাদা উন্মাদনা যথেষ্ট চোখে পরে। বিশেষ করে নবদ্বীপে মহিলা পরিচালিত দূর্গা পুজোর সংখ্যা যথেষ্ট বেশি নবদ্বীপে যে কটা মহিলা পরিচালিত দূর্গা পুজো হয় তার মধ্যে অন্যতম নবদ্বীপ টাউন ক্লাবের মহিলা পরিচালিত আনন্দময়ী দূর্গোৎসব পুজো কমিটির পুজো।পুজো কমিটির সহ সভাপতি রুমকি বনিক জানায় প্রত্যেকেই তারা ঘরের গৃহবধূ, সংসারের কাজ সেরেও সারা বছর তারা বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থাকে, প্রতি বছরের মতো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের এবছরের দূর্গা পুজো পালন করতে উদ্যোগি হয়েছে, পুজোর দিনগুলো তারা সকলে একসাথে আনন্দ অনুষ্ঠানে মেতে থাকেন। পুজোর আবেশে ইতিমধ্যে গা ভাসিয়ে দিয়েছে আপামর বাঙালি থেকে সমগ্র দেশের মানুষকেই থিমের ছোয়ায় কেউ সাবেকি আনায়, নিজেদেরকে টেক্কা দিতে শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যাস্ত সকল পুজো উদ্যোক্তারা। নবদ্বীপ শহরের টাউন ক্লাবের মহিলা পরিচালিত আনন্দময়ী দূর্গোৎসব পুজো কমিটির সদস্যারা ভিন্ন ভাবনায় তাদের পুজোর শুরু করলো আজ চতুর্থীর দিনে। সকালে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত সেবিকা বা নার্সদের ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পুজো কমিটির তরফে জানায় আমরা পুজোর দিনগুলোয় যে জার মতো করে আনন্দ করি, পরিবার, পরিজনদের সাথে,
কিন্তু আমাদের জন্য যারা নিজেদের কর্ত্ত্যের দিকে তাকিয়ে নিরলস ভাবে সারা বছরের সাথে পুজোর দিন গুলোতেও পরিষেবা দেন, তারা চিকিৎসার সাথে যুক্ত সেবিকা বা নার্স, আমরা আমাদের সাধ্য মতো তাদের সন্মান জানানোর চেষ্টা করেছি, সন্মান পেয়ে নবদ্বীপ হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট বলেন আমার চাকী দীর্ঘ সময়ে কোন পুজো কমিটি, তাও মহিলা পরিচালিত তারা তাদের সাধ্য মত আমাদের সন্মান জানিয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা। তাদের এই ভাবনাকে আমি কূর্নিশ জানাই, পাশাপাশি তিনি সকলের পুজো ভাল কাটুক বলেন। সব মিলিয়ে পুজোর আনন্দের দিনগুলোতেও এহেন ভিন্ন ভাবনায় সংবর্ধনা জ্ঞাপন করে নবদ্বীপে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো আনন্দময়ী পুজো কমিটি তা বলাই বাহুল্য।

কিন্তু, এই আনন্দ অনুষ্ঠানের দিন গুলোতেও যারা নিজের দায়িত্ব ও কর্ত্তব্যে পালনে সদা তৎপর থাকেন এবছরের পুজোতে তাদের সংবর্ধনা বা সন্মান জ্ঞাপনের আয়োজন করেছেন তারা, চতুর্থীর দিন সকালে তারা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত সেবিকা দের বরণ করে ফিল ও মিষ্টি প্রদান করে, ও বিকেলে নবদ্বীপ থানার কড়ম রত মহিলা পুলিশ কর্মিদেরও সন্মান জ্ঞাপন করা হয়। এ ছারা প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পঞ্চমি তিথিতে তারা বেশ কিছু শিশুদের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়ার কর্মসূচীও গ্রহণ করেছে। রুমকি বনিক আরও জানান আমরা পুজোকে উপলক্ষ্য করে আরও বেশি সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, কারন পুজোর দিন গুলোগলতে সকলের সাথে আনন্দ ভাগ করে নেবার আনন্দ আর কোথাও নেই। সব মিলিয়ে অতিরিক্ত জাক জমকে পিছনে ফেলে একাধিক সামাজিক কাজের মাধ্যমে নবদ্বীপে মহিলা পরিচালিত আনন্দ ময়ী পুজো কমিটির এই উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলেছে শহরের বুকে।

Gopal Biswas, Nadia- Due to the fact that Nabadwip Dham is the temple city, there is a lot of gathering of devotees throughout the year, as well as various ceremonies are held throughout the year. As the national festival of Nabadwip, the ras festival is considered by the majority of the common people of Nabadwip. But in the last few years, there has been a different frenzy around durgaotsav, the best festival of Bengal, in the heart of Nabadwip city. Especially in Nabadwip, the number of women-led Durga Pujas is quite high, one of the many women-led Durga Pujas in Nabadwip is the puja of the women-led Anandamoyee Durgaotsav Puja Committee of Nabadwip Town Club. Rumki Banik, vice-president of the puja committee, said that everyone is a housewife, they are engaged in various social activities throughout the year even after completing the household work, they have taken the initiative to celebrate their durga puja this year through various events like every year. All the puja organizers are busy preparing for the last moment to beat themselves, as someone has brought the people of the whole country from the Bengali to the whole country in the shadow of the theme. Members of the Women’s Anandamoyee Durgotsav Puja Committee of the Town Club in Nabadwip city started their puja with a different view on the day of Chaturthi today. In the morning, nurses or nurses working at Nabadwip State General Hospital were greeted with flowers and sweets. On behalf of the Puja Committee, it is said that we enjoy the days of the puja, with the family. All in all, it is needless to say that the Anandamoyee Puja Committee has set a unique example in Nabadwip by giving a reception in such a different way even on the joyous days of Puja.

But for us, those who look at our duties and relentlessly serve us throughout the year as well as on the puja days, they are nurses or nurses involved in the treatment, we have tried to honor them to the best of our ability, the nursing superintendent of Nabadwip Hospital said, “My chaki is a puja committee for a long time. I appreciate their thoughts, as well as he said that everyone’s worship should be done well.  But even on the days of this joyous ceremony, those who are always active in performing their duties and duties have arranged a reception or honor for them on this year’s Puja, on the morning of Chaturthi, they welcome the nurses working at Nabadwip State General Hospital and give them fills and sweets, and in the afternoon, the women police personnel working at Nabadwip Police Station are also honored. There will be various cultural programs every day, on the fifth day, they have also taken a program to hand over new clothes to several children. Rumki Banik further said that we try to do something for more common people on the occasion of Puja, because there is no joy of sharing the joy with everyone on the day of Puja. All in all, this initiative of the women-run Ananda Mayee Puja Committee in Nabadwip has received a lot of response in the city through a series of social activities, leaving behind the extra jak jam.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights